আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
আমার এ লেখার একটাই উদ্দেশ্য আওয়ামীলিগের চিন্তাধারা। যেমন ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব নিশ্চয় আওয়ামিলীগের সবশ্রেষ্ঠ ব্যক্তি। সদ্য যুদ্ধ সমাপ্ত একটি দেশের কর্ণধার হয়ে তিনি যদি নিশ্চুপ থাকতে পারেন সেই জামাতিদের প্রতি, তাহলে এ আওয়ামিলীগ কি সেই মহান নেতা শেখ সাহেবের আওয়ামিলীগ থেকে ভিন্ন একটি দল। আর যদি এটা না হয়ে থাকে তাহলে ১৯৯৫-৯৬ সালে জামায়াত ইসলামী আর আওয়ামিলীগের যে ঐক্যজোট ছিল, তাহলে কি সেই জোটের আওয়ামিলীগ কি এই আওয়ামিলীগ থেকে ভিন্ন একটি দল। আর যদি ১৯৯৫ সালের আওয়ামিলীগ আর ২০০৭ সালের জামাত বিরোধী আওয়ামিলীগ কি তাহলে ১৯৭১ পরবর্তী শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ সাহেবের দল থেকে ভিন্ন একটি দল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।