পরিবর্তনের জন্য লেখালেখি
বন্ধুয়া তোর তরে, পরান বান্ধি লো পিরিত বিষের সায়রে !
১।
নারিকেলের চিকন পাতা , চিকন হইয়া বাঁকে
পাটি কইরা বান্ধি তারে,
পরান আমার কইতে নারে
আমার হইয়া অবুঝ কালা , সে যে তোমায় ডাকে!
২।
এমনই পিঞ্জিরা কালা , এমনই তার চাবি
ঘুরাইলে না খোলে তালা
জলে বাড়ে দ্বিগুন জ্বালা
বান্ধিলে হয় আলগা নাকের ছাবি
৩।
নদীর জলে সুরুয জ্বলে , কলসি ভরা জল
বৈঠা মারা শীতল জলে আগুন টলমল
৪।
খেজুর গাছের মিঠা গড়ি
বিন্নি ধানের খই
তোমার পরান আমার পরান
মোয়া বাইন্ধা রই ।
৫।
মন বান্ধিলাম বট বৃক্ষের ডালে
ঝুরি হইয়া নামলো রাইতের কালে
মাটি হইয়া রইলাম কালা
বুঝতা যদি নারীর জ্বালা
পিরিত বিষে হায় আমারে নিরালে!
৬।
বোশেখ মাসের তুফান চিনিস
আষাঢ় মাসের বানে
না চিনিলি কেমন ডুবি
বন্ধু , তোঁয়ার টানে!
৭।
আমের বোলে গন্ধ ভাসে
দুর্বা জ্বলে , রোইদে হাসে
পরান আমার উথাল পাথাল ঘামে
দিঘীর ধারে ঠান্ডা পানি
কলস ভইরা ঘরে আনি
পাও কি তোমার আমার উঠান থামে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।