আমাদের কথা খুঁজে নিন

   

মনের প্রতিবিম্ব

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

দিব্যজ্ঞানের আহরনে ধ্যানে বসে, ষড়রিপুর বন্ধন থেকে ছিন্ন হয়ে এসে, করুনাধারায় মিশে যাই অনুভুতি হয়ে, অজানার পানে চেয়ে থাকি অশ্রুসিক্ত নয়নে। কতশত সূর্যোদয় আর সূর্যাস্তের শেষে, ভগবান আসেন এক সুকন্ঠ আলোছায়ার বেশে। ভূমিতে চুম্বন করে অস্ফুট কন্ঠে বলি “ভগবান ভক্তরে দিলে তুমি স্বর্গীয় জ্ঞানের প্রান। নিঃস্ব আমি, নাও আমার মৃত্তিকার অজ্ঞলি, ধুয়ে যাক তোমার স্পর্শে মনের মাঝের কালি। তোমার সুগন্ধে আর্তজনে ফুল হয়ে ফুটুক, ক্ষুদ্র মানব জীবন অমুল্য হয়ে উঠুক।

শব্দের ঝংকার পদ্মফুল হয়ে ভেসে যায় কই, শোনা যায় “ আমি মনের প্রতিবিম্ব সবার মনে রই। এই মুহূর্তে তুই যা চাইবি প্রান খুলে নে, পাবি না এই অনুভুতি আর ক্ষুদ্র জীবনে। ” করজোড়ে বলি “দাও আমায় বৃক্ষ করে সবুজের অলঙ্কারে সর্বাঙ্গ ভ রে। ” মনের প্রতিবিম্ব তুমি থাকো ভালোবাসা হয়ে, ভরিয়ে দাও মানব মন মানবতা দিয়ে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.