জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।
একবার এক ঝানু চোরের পুত্র তার বাবাকে ওই পেশার গোপন কলাকৌশল শিখিয়ে দিতে বলল। বৃদ্ধ চোর এতে রাজি হলেন এবং ওই রাতেই তাঁর পুত্রকে এক বিশাল বাড়িতে চুরি করতে নিয়ে গেলেন। যখন ওই পরিবারের সবাই ঘুমে আচ্ছন্ন, তখন তিনি তাঁর চুরিবিদ্যায় আগ্রহী পুত্রকে কিছু কাপড়চোপড় নেবার কথা বলে দিয়ে খুব গোপনে বস্ত্রাদি সজ্জিত আছে এমন একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে দিলেন, যে ঘর দূর থেকেই বন্ধ করে দেয়া যায়। ছেলেটি তার বাবার কথামতো যখন কিছু কাপড় কব্জা করল, তখন তাকে ভিতরে রেখেই তিনি দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে দিলেন।
এমনকি তিনি ঘরের বাইরে এসে খুব জোরে সদর দরজায় আঘাত করে বাড়ির লোকদের জাগিয়ে দিলেন এবং কেউ দেখে ফেলার আগেই সটকে পড়লেন। ঘণ্টাখানেক পরে ছেলেটি নোংরা ও স্যাঁতসেতে অবস্থায় পরিশ্রান্ত হয়ে গৃহে ফিরল। রাগেদুঃখে সে চিৎকার করে বলল, 'তুমি আমাকে ঘরে রেখে তালা আটকে দিলে কেন বাজান ? যদি আমি ধরা পড়ার ভয়ে একান্ত মরিয়া হয়ে চেষ্টা না করতাম, তাহলে কিছুতেই ফস্কে আসতে পারতাম না। এতে আমার সমস্ত উদ্ভাবনী ক্ষমতাই মাঠে মারা যেত। ' বুড়ো চোর মুচকি হেসে বললেন, 'বৎস, এর ভিতর দিয়ে তুমি চুরিশিল্পের প্রথম পাঠটি পেয়ে গেলে।
'
অনুবাদ : জেন সাধু
এ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ?
১.
২.
৩.
৪.
৫.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।