আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান : সমস্যা ও উত্তরণের উপায়। পর্ব- ১১; পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় - ৫

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

আলোচনা করছিলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে। এর আগের পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত বিষয়গুলি ছিল শিক্ষক রাজনীতির ব্যাপ্তি সীমিতকরন এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সংশোধন। এই পর্বে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করছি। #১০ । বিশ্ববিদ্যালয়গুলির সাথে ইন্ডাষ্ট্রীর যোগসূত্র স্থাপন ---------------------------------------------------------- বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাষ্ট্রিগুলির সহযোগীতার সম্পর্ক নেই বললেই চলে।

অথচ উন্নত বিশ্বে শিক্ষা গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়-ইন্ডাষ্ট্রি পারস্পরিক সহযোগীতা একটি বড় ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসকগণকে এই বিষয়ে অনতিবিলম্বে কার্যকর ভূমিকা নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিকে উদ্যোগী হয়ে সংশ্লিষ্ট ইন্ডাষ্ট্রিগুলি থেকে তাদের চাহিদা ও সহযোগীতার ক্ষেত্রকে সনাক্ত করতে হবে এবং প্রাথমিকভাবে ছোট আকারে হলেও বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। একবার সহযোগীতার ক্ষেত্র প্রস্তত হলে ইন্ডাষ্ট্রিগুলো তাদের ব্যবসায়িক প্রয়োজনেই বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা চালাতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করবে। প্রাথমিকভাবে গবেষণা উপযোগী ল্যাবরেটরী নির্মানের জন্য সংশ্লিষ্ট ইন্ডাষ্ট্রিগুলিকে স্পন্সর করার জন্য আহবান করা যেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট এর একটি গবেষনাগার তাদের নিজ নামে স্পন্সরের জন্য অনেক ইন্ডাষ্ট্রিই আগ্রহী হবে। এই প্রক্রিয়া একবার শুরু করা গেলে ধীরে ধীরে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একইভাবে কয়েকটি উন্নত গবেষনাগার গড়ে তোলা যাবে। উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার এভাবে ইন্ডাষ্ট্রিগুলি স্পন্সর করে থাকে। # ১১। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির জন্য সমন্বিতভাবে কেন্দ্রীয় সেন্টার অব এক্সেলেন্স গঠন।

------------------------------------------------ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে কেন্দ্রীয় Center of Excellence গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে আধুনিক মানের গবেষণাগার তৈরীর সামর্থ্য নেই তাই ইউজিসি কর্তৃক উদ্যোগী হয়ে প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে আধুনিক গবেষণা উপযোগী Center of Excellence স্থাপন করতে হবে। এই সেন্টার এর ফ্যাসিলিটি সকল বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ছাত্রদের জন্য উন্মুক্ত থাকবে। উদাহরণস্বরূপ, বুয়েটে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স বিষয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষনাগার গড়ে তুলতে হবে যার access দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের থাকবে এবং তারা সংশ্লিষ্ট বিষয়ে গবেষনার সুযোগ পাবে। একই ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Chemistry বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষনাগার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Physics এর একটি আন্তর্জাতিক মানের গবেষনাগার, রাজশাহীতে Mathematics এর উপর গবেষনাগার স্থাপন করা যেতে পারে।

এর ফলে সীমিত ফান্ডের অনেক কার্যকরী ব্যবহার হবে এবং উন্নত গবেষনার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগীতাও বাড়বে। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.