সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....
কাইলকা সারাদিন গার্লফ্রেন্ডের লগে ঘুইরা বেড়াইছি। সারাদিনের টাটকা আনন্দ সামহোয়ারে শেয়ার করার লেইগা রাতে দিছি পোস্ট। আমার ছবি লুকাই দিমু, না গার্লফ্রেন্ডের ছবি পু্স্টামু কিছুই ভাবি নাই। ছবি তুলছি তাই দিছি।
পুস্ট দেওয়ার পরে পরেই তাহা তিনজনের মাথা ব্যাথার কারন হইয়া গেল।
পরথমে ঠিকই ছিল। ভাল কথাই কইছে। ছবি মিস ইউজ হইতে পারে। পরের দিকে এই তিনবেটায় চাইপা ধরলো এই কইয়া যে আমি নিজের ছবি ক্যান দিলাম না গার্লফ্রেন্ডের ছবি দিলাম কেন। প্রশ্ন তুইলা ফালাইল আমার ভালবাসার সততা লইয়া।
একজনে কইয়াই ফালাইল যদি পুরুষ মানুষ হও তবে ছবি দেও।
সকাল বেলায় তনু আইছে। ঘরে ডাক দিয়া কইলাম তুমার ছবি ইন্টারনেটে দিছি। অয় কয়লো একখান সিনামা বানাই দিতে পার না। নড়েচড়ে এমুন।
আমি কই তুমার মাথা খারাপ!! ছবি দিয়াই ভালবাসা আমাগো মিথ্যা হইতাছে আর সিনামা বানাই দিলে ব্ল্যাক লিস্টেড হইয়া যাইবো। হেয় কইলো তাইলে মনে হয় আমার ফটুক গন্ডারের ভাল লাগে নাই। আমি কই, মানুষের ছবি গন্ডারের ভাল লাগবো ক্যান?
তনু খালি টানাটানি করে কয় ঘুরতে যাইবা না। আইছ এতদিন পর। আমি কইলাম এইখানে বইসা আইজকা বিশ্ব ঘুইরা আসি।
কম্পিউটার গুরু, গন্ডার আর আউলার সাথে কথা কই। তনু কইল ঠিক আছে দাঁড়াও তাইলে তুমার একখান ফটুক পুস্টাই দেই। কইলাম কুনটা দিবা! কয় তুমার নাঙ্গা ফটুক দিমু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।