আমাদের কথা খুঁজে নিন

   

আয়কর আদায় বাড়ানোর উপায়

কেএসআমীন ব্লগ

আয়কর আদায় নিয়ে এনবিআর আদাজল খেয়ে লেগেছে। কিন্তু ব্যবস্থার যদি উন্নতি না ঘটানো হয় তাহলে এসব যা কিছুই হচ্ছে - সবই ক্ষণস্থায়ী। স্থায়ী ব্যবস্থার দিকে এনবিআরকে ভাবতে হবে। আয়কর দাতারা শুধু দিয়েই যান। তাদেরকে অন্ততঃ কিছু একটা ফেরত দিন।

এতে সরকার আরও লাভবান হবেন। যদি আর্থিকভাবে কিছু না দিতে পারেন তবে আপাততঃ শান্তনা হিসেবে দেয়া যায় আইডি কার্ড। সবাইকে কার্ড দেয়ার দরকার নেই। তিনরকম কার্ড দেয়া যেতে পারে। সিলভার, গোল্ড, প্লাটিনাম।

অনেকটা ক্রেডিট কার্ডের মত। যাদের বাত্তসরিক প্রদত্ত আয় ২০,০০০ টাকা বা তার উর্ধে তারা সিলভার কার্ডের যোগ্য হবেন। যাদের ১০০,০০০ টাকার উপরে তারা গোল্ড এবং যারা ৫০০,০০০ টাকার উপরে তাদেরকে প্লাটিনাম কার্ড দেয়া উচিত। প্লাটিনাম কার্ডধারীরা আপনাআপনিই সিআইপি হিসেবে স্বীকৃত হতে পারেন। রাজনৈতিক বিবেচনায় সিআইপি নির্বাচনে আর কাউকে গলদঘর্ম হতে হবে না।

এনবিআর এর পক্ষে এ ধরণের কাজ কঠিন হতে পারে কারণ সরকারী লোকদের অদক্ষতা। সেজন্য কোন অনলাইন ব্যাংক এ কাজটি অতি সহজেই করতে পারে। এনবিআর এর দায়িত্ব হচ্ছে মনিটরিং করা। ব্যাংক টিন নাম্বারের বিপরীতে আয়কর আদায় করবে ও সময়মত এনবিআর এর একাউন্টে জমা দেবে। আয়কর ২০,০০০ টাকা অতিক্রান্ত করলেই ছবিসহ ট্যাক্স আইডি কার্ড ইস্যু করবে ব্যাংক।

কার্ড বাবদ ব্যাংক একটি নির্দিষ্ট ফী-ও নিতে পারে। এতে ব্যাংকের আয়ও বাড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.