জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
গোধুলির হরিদ্রার কাছে রেখেছিনু প্রাণ সপিঁয়া
আমৃত্যু যেন আমার ইয়াদ রাখে সে হৃদয় গুজিঁয়া
চির হরিদ্রা বৃন্দাবনে।
নীলাভ রূপের ব্লু মাউনটেইন চষে চষে
খুজেঁ ফেরে দাওয়াই মরু-মেরু-ভুমধ্যদেশে
এনেছি গো শরাবানা তোয়াহুরা।
ব্লগে ব্লগে আজ ঈদের বাকলাবার মাখামাখি
রূপ অরূপ মানব দানব পাখপাখি
গাহিতেছে গান বেঁচে থাকার।
তবে কেন হে -
মহাকালের কালপুরুষ যেথা হেরিছো জীবন কল্পতরু
নগর-নদে-নন্দনে আলো-আধাঁরির নীল পীত আব্রুতে
ঘোরতর অমানিশায় নৈশব্দের গানে।
ছাড় তোমার বিরহ বৈতরনী সংর্কীতন -
এসো বন্ধু এসো জুড়ি প্রাণের সম্মিলন
গাহি আশাজাগানিয়া নানা রংয়ের গান।
(বাকলাবা - আরবী মিষ্টি খাবার বিশেষ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।