সুখীমানুষ
বহু দিন ধরে ভালবেসে, বহুভাবেও যখন তোমাকে
বুঝাতে পারিনি। তখন বাধ্য হয়ে খুব সহজ করেই
বলেছিলাম, 'ভালবাসি'। হেঁসে প্রশ্ন করেছিলে, 'কেন'?
উত্তর ছিল অনেক, কিন্তু মন থেকে মুখে আসলোনা।
চিরকুটে লিখেদিলাম, আমার চেয়ে বেশী ভাল যদি তোমাকে
কেউ বাসতে পারে তাহলে তুমি তার কাছে চলে যেতে পার।
আমি তাকে হিংসা করবোনা, সেলুট করবো।
তুমি ভালবাসলে।
আমাকে নয়, আমার চেয়ে বেশী তোমাকে ভালবাসে এমন
কাউকেও নয়।
চোখের সামনেই দেখছি সে তোমাকে কত কাঁদায়।
সে তোমাকে কত অবহেলা করে। সে তোমাকে কত অপমান
করে।
তুমি তবু তাকে ভালবাসছো, আমি তোমাকে যতটা
ভালবাসি তার চেয়েও বেশীই ভাল তুমি তাকে বাসছো।
আজ খুব জানতে ইচ্ছা করে,
ভালবাসার দেবতাকে কিভাবে জাগাতে হয়??!!
ভালবেসে?? নাকি আঘাত করে?
কি জানি, কারো কারো ভালবাসার দেবতাকে হয়ত ভালবেসেই
জাগাতে হয়। আর তোমার মত কারো কারো ভালবাসার
দেবতাকে জাগাতে হয় আঘাত করে, অবহেলা দিয়ে। আর
আমার মত মানুষের ভালবাসার দেবতা এমনি এমনিই জেগে
ওঠে, এমনি এমনি এত ভাল সে বাসতে পারে!!
১১-০৭-০৮
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।