হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
এক এক করে চারটি ঈদ কাটিয়ে দিলাম বাবা'কে ছাড়া। সময় এতো তাড়াতাড়ি চলে যায়। নতুন বাসা, নতুন পরিবেশে, নতুন ঈদগা ...... সব মিলিয়ে সম্পূর্ন অচেনা-অজানা একজন আমি।
বাবা থাকলে হয়তো এই নতুন পরিবেশেও নিজেকে এতোটা অচেনা-একাকী মনে হতো না। এখন নিজেকে খুব কঠিন আর শক্ত সিডিউলে আটকে ফেলেছি, অনেকটা ইচ্ছে করেই। ফ্রি থাকলেই তো কোমল অনুভুতি নিয়ে টানা হেচড়া খেলা। আগের সেই পুরানো বাসা, পুরানো পরিবেশে, পুরানো ঈদগা ...... খুব... খুব অনুভব করি। সময় পেলেই সেখানে ছুটে যাই স্মৃতি খুজতে।
জীবনটাই কেমন যেন হয়ে গেছে !! নিজেকে চিনতে খুব অসুবিধা হয় !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।