কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য
মানুষের বিশেষণে জটিল হৃদয় বয়সের চাপে বেড়ে উঠা শহরে
ক্লান্তির ছায়া বৈচিত্র জন্তুর বিষাক্ত কোলাহল,
সম্প্রতিক পরাজিত এক যুবকে পরিচিত নাটক গুলো
মোহহীন সুস্থতায় অসুস্থ রাজপথের দৃশ্য এঁকে
রাত্রিকালিন সময়ের চোখে অন্য এক মিছিলের মহড়া
প্রিয় বালিকারা এই শহরের গভীরে গিয়ে
তুমি সে নিরাপক্তার কথা ভেবে এগিয়ে যাচ্ছে ঐ প্রাসাদের দিকে
ওখানেই গতকাল খুন হয়েছে আমার মা, আমার প্রিয়তম বোন
প্রার্থনারত স্রোতের কথা ভেবে তোমরা যারা এখনো পর্যন্ত
বুঝতে শিখোনি সত্য কখনো সুন্দর নয়, মিথ্যাই অর্নিবান
তাদের জন্য হস্তমৈথুনের বিকল্প সকল যৌনকলা বন্ধ ঘোষনা করা হল।
ঘৃণা জানানোর সময় আপাততে আমার জমা নেই
আমি এবার আমার গন্তব্যে ফিরতে চাই, প্রতিবন্ধকতা রেখো না পথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।