আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকায় "কার্টুন চিত্র প্রতিযোগিতা'র" বিজ্ঞাপণ :: অনুভবে আটক কাটুর্নিষ্ট আরিফ :: সময়ের প্রার্থনায় আমার একটি অনুরোধ ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আজ পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাতই চোখে পড়ল 'টিআইবি'র দুর্নীতি রিরোধী জাতীয় কার্টুন চিত্র আহ্ববান বিজ্ঞাপনটি অর্থ্যাত একটি কার্টুন প্রতিযোগিতা। সহসাই সম্প্রতি বির্তকিত কার্টুন চিত্র শিল্পী আরিফের কথা মনে পড়ে গেল। কারণ তিনি ইতোমধ্যে এই প্রতিযোগীতায়ই অন্য সময় পুরষ্কার নিয়েছেন। এবারেও একজন বিশিষ্ট কাটুর্নিষ্ট হিসেবে এমন একটি প্রতিযোগীতায় তার অংশগ্রহণ আশা করাই যেতেই পারে, কিন্তু এখন যেটা সম্ভব না তার পক্ষে অংশ্রহণ করা, তেমনি তার আকা কার্টুনও আমাদের উপহার হিসেবে পাওয়া। আমরা বঞ্চিত হচ্ছি, এবং তিনি বঞ্চিত করছেন, তার বঞ্চিত করার বিষয়টি একপেশে, তার একার নয়, কারণ তিনি এখন আটকে পড়া কারাবাসে অবস্থান করা এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টিকারী আসামী।

একটি কার্টুন, একটি নির্জীব চরিত্র, কিন্তু তার প্রকাশের ভাষার বিভিন্নতা এবং তাতপর্য বহুল। যেকোন ভাষায় সে কথা বলতে পারে, যেকোন ভঙ্গিমায় সে বুঝিয়ে দিতে পারে চরিত্রের মর্মাথ, তাই কার্টুন চরিত্র সমাজের একটি অংশ, একটি দিককে যতটা সহজে সবার সামনে উপস্থাপন করতে পারে অন্য কোন মাধ্যমে ততটা স্পষ্ট করা একটি কষ্টসাধ্যও বটে। সেই কার্টুনৈর চরিত্র, ভাষা, জ্ঞান সবকিছুই পেন্সিলের স্কেচে ফুটিয়ে তুলেন কার্টুন শিল্পীরা, তাদেরই একজন আরিফ। আরিফ ভাই, আমি জানি এই লেখার একটি বিন্দু বাক্যও আপনার কাছে পৌছবেনা, চিতকার করে বলা আমার অনুরোধও আপনার কর্ণে প্রবেশ করবেনা, তবুও এই আকাশ মাটিকে সাক্ষী রেখে আমার বাক্যগুলো শব্দপটে, ইথারে ছড়িয়ে দিলাম, যদি সম্ভব হয় এ অনুরোধটি রাখার চেষ্টা করবেন। আমি চাই আপনি আর একবার জ্বলে উঠুন, জ্বলে উঠুন সেই সব অবিবেচকদের বিরুদ্ধে।

যে দুর্নীতি বিরোধীর কার্টুণ চিত্র আহ্ববান করা হয়েছে, জেলের প্রতিটি প্রকোষ্ঠের প্রতিটি শৃঙ্খলের ভিতর অবস্থান করে জানিয়ে দিন সে সত্যকে, যে সত্য বারবার উপেতি হয়েছে, যে সত্যকে আড়াল করা হয়েছে, মানুষকে মিথ্যে ছলনা দিয়ে বোঝানো হয়েছে যে সত্যকে। আপনি জানিয়ে দিন বর্তমানের ভিতরের বাহিরের সব দূর্ণীতি, কৃষিনির্ভর যে দেশের ৬০ শতাংশ জনগণ কৃষি কাজে নির্ভরশীল, সে দেশের কিছু শতাংশ দুর্ণিতিবাজদের জন্য কেন নোবেল বিজয়ী এ দেশ বারবার দুর্ণিতি পরায়ণ দেশের তালিকায় নাম লেখাবে ? আপনি উন্মোচন করুন সেই সব মুখ, সেই সব মুখোশ । আপনার কাটুনের ভাষায় দূর্ণিতির কথা ছাপিয়ে যাক সকলের দ্বারে। পুরষ্কার প্রাপ্তিই বড় নয়, সত্যকে প্রকাশে আরও একবার সাহসী হয়ে উঠুন, আপনি কি সাহস হারিয়ে ফেলেছেন ? না তা পারবনা, আর পারবনা বলেই আপনাকে অনুরোধ করছি। অনুরোধের অধিকার আমাদের আর অনুরোধ রার দায়িত্ব আপনার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.