আমাদের কথা খুঁজে নিন

   

ছোট আর কালো আকাশ



এত দিন দেখতাম সামনে র খোলা আকাশ ,মেঘ মুক্ত নীল আকাশ । সেই আকাশে কত কিছু ছিল । লাল নীল ঘুড়ি উড়ত সারাটা ক্ষন । আমি দেখতাম মুক্ত পাখায় উড়ে যাওয়া পাখিদের । আমার মনে হত আমি ও তাদের মত বড় আকাশে ঘুরব , মেঘ থেকে একমুঠো জলে ভিজে উঠব , রাতের আকাশে চাদটা যখন উঠবে আমি তার কোন একপাশে তারার মত বসে থাকব সারা রাএ ।

আকাশটা কও বড় !! বাতাসে পদা উড়ছে, আমি জানলার কাছ থেকে কালো আকাশ টা দেখলাম । কিন্তু স্বপ্ন টা তো এমন ছিল না। কেন জানি এমন হয় ? এখন আকাশ অনেক ছোট । পাখি তো উড়ে না তাতে । লাল ,নীল কোথয় তোমরা ? দেখি না তাদের ।

আজ আমার আকাশ টা অনেক ছোট । সেখানে রয়ে গেলাম শুধু আমি আর আমার কালো আকাশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।