আমাদের কথা খুঁজে নিন

   

তোমার বুকের পথ ধরে, কতটা হাটলে বলো, হৃদয় ছোয়া যাবে........জেমস

অনেকটা পথ হেঁটে এসে, হয়নি হাঁটা তোমার পাশে .... .... .... .... জানালাটা'য় মাথা রেখে, ঘুমিয়ে পরি গল্প শেষে....

তোমার বুকের পথ ধরে কতটা হাটলে বলো হৃদয় ছোয়া যাবে। তোমার চোখের গভীরে কতটা দূর গেলে বলো আমার ছায়া দেখা যাবে। আমি ততটা, আমি ততটাই যেতে চাই যতটা গেলে তোমার ভালবাসা পাওয়া যাবে। আমি রাতের আধার হতে চাই নীরবে তোমার ঘুম পাড়ানোর জন্য। ওই আমি মধুর স্বপন হতে চাই ঘুমের মাঝেও সঙ্গে থাকার জন্য। আমি ততটাই, ততটা পাশে থাকতে চাই যতটা থাকলে তোমার বন্ধু হওয়া যাবে। আমি ভোরের শিশির হতে চাই শুধু তোমার স্পর্শ, স্পর্শ পাওয়ার জন্য। আমি শ্রাবণের মেঘ হতে চাই শুধু তোমার অশ্রু ধোওয়ার জন্য। তোমার ততটা, আমি ততটাই, পাশে থাকতে চাই যতটা পেলে তোমায় সঙ্গী ভাবা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.