আমাদের কথা খুঁজে নিন

   

অকারন কাঁদন

সুখীমানুষ

আজ বহুদিন পর কাঁদলাম এত মৃত্যু, এত বিরহ, এত কষ্ট গেছে জীবনে শেষ কবে কি কারনে কেঁদেছিলাম মনে নেই। আজ কাঁদলাম মধ্য রাতে আকাশের পানে চেয়ে। “আনন্দ আশ্রম” সিনেমার শেষটুকু দেখে আবেগ আপ্লুত মন নিয়ে গেলাম বারান্দায়, দুমরে মুচড়ে ওঠলো বুকের ভিতরটা। চেয়ে রইলাম আকাশে ঝরঝর করে ঝরতে লাগলো চোখে জল। এ এক বিষ্ময়কর অনুভূতি! কত স্মৃতি ভেসে ওঠলো মনে কিছু বা দুঃখের, কিছুবা অপমানের কিছুবা ভুলের, কিছুবা হারানোর।

আমি কেঁদেই যাচ্ছি, স্মৃতি যেন এই জ্বলন্ত কাঁদনে তুষের ছিটা। একপ্রকার শান্তিও লাগছে, বুঝতে পারছি, এত এত পরিশ্রমের পর ও রোবট হয়ে যাইনি, আজও সহজ সরল একটি মন আছে এ বুকের খাচায়। সে কাঁদতে জানে, সে অনুভুতিহীন হয়ে যায়নি সভ্যতার চাপে। বারান্দা থেকে ঘরে এসে ল্যাপটপ যন্ত্রটায় হাত রাখলাম কেঁদে যে ছিলাম তার স্বক্ষ্য লিখতে। ২৫-০৯,০৭, প্রেমবাগান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.