আমি আমার সম্পর্কে জানতে চাই, আমার গবেষনা এখনও চলছে । শীতে প্রকোপ কমছে
উত্তাপ বাড়ছে।
অতিথি পাখিদের বেড়াবার সময় প্রায় শেষ ।
চাইলেও আর রাখতে পারবেনা এ দেশ ।
আবার শুরু হবে লোডশেডিং ব্লাকআউট
উত্তপ্ত হবে রাজনৈতিক পট।
ধাওয়া পাল্টা ধাওয়া নুর হোসেন আর দেবাশীষ
কেউ নাঙ্গল নৌকা আর কেউবা ধানেরশীষ ।
দাড়িপাল্লার পাল্লা ভারি নাকি বটগাছের
কি এসে যায় তাতে জনগনের ।
দুবেলা দুমুঠো খাবার জোগার করতে
কাঁচা মরিচ পান্তা ভাতে ।
পহেলা বৈশাখের পান্তা ইলিশ নয়
এই মেনুইতো প্রতিদিন হয় ।
রাজনৈতিক উত্তাপ বাড়লেই কি
কমলেই বা কি ।
তবু মাঝে মাঝে রাজনীতি এদের মুক্তি দেয়
ক্রসফায়ার বা মারামারিতে যখন মৃত্যু হয় ।
অকারন বেচে থাকা আর ওদের ফায়ার প্লেস এর জিবন্ত লাকড়ি হওয়া
হায়রে রাজনীতি আর মারা মারির হাতিয়ার হওয়া ।
.....................................................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।