আমাদের কথা খুঁজে নিন

   

অকারন



৯)অকারন বোশেখ নয় তবুও উত্তপ্ততা । বারুদের মত জ্বলবার অস্হিরতা। যদিও শীতার্ত হবার কথা। হয় না হৃদয়। বিশাল তিমি যেমন করে মাঝ সাগরে ডুব দেয়।

আবার ভাসে। আমিও তেমন। হাওয়ায় ভাসে আমার ইচ্ছেরা। মানুষের চিরন্তন ইচ্ছেরা যা নিয়তঃ ব্যস্ত রাখে আমিও ব্যস্ত রই। বোশেখ নয় তবুও বোশেখের মত জ্বলতে থাকে হৃদয়টা।

বিসন্ন এক গাংচিলের মত খুব একা হই। অবিরত ডাকতে থাকা গাংচিল হয়ে আকাশে উড়ি। কষ্ট পাওয়া হৃদয়টাকে খুব কাছে থেকে দেখি। প্রিয় কোন বই প্রিয় কোন গান প্রিয় কোন কবিতা কিংবা প্রিয় কোন একজন মানুষ..... কিছুই কি পারে না আমার এ নিঃসঙ্গতাকে ভেঙে দিতে? তাহলেতো আরো অন্তত তেত্রিশটা কবিতা লিখতে পারি আগামি সাতদিনেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.