কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
ছবিতে আমার অত্যন্ত প্রিয় একটা ভাস্তে, মদীনায় থাকাকালীন সময়ে আমাকে দুষ্টোমি করে ডাকতো "বদু আংকেল"। দুনিয়াকে একটু একটু চেনার বয়স থেকেই মুজাহিদ আংকেলের জন্য সে এতটাই টান অনুভব করতো যে, একদিন তাদের বাসায় না গেলে কান্না জুড়ে দিত। ফোন করলে তাকে ফোন দেয়া হবে না তা তো হতেই পারে না। যে ক'টি দিন মদীনায় কাছাকাছি ছিলাম তার এবং তাদের সবার এত প্রিয় হয়ে উঠিছিলাম এবং তারাও আমার যে, আন্তরিকতাতেই শুধুমাত্র তার উপলব্ধি সম্ভব। দেশে ফিরে যাওয়ার পর এখনো ফোনে তার ও তাদের সবার মজার মজার কথা শুনে কি যে আনন্দ পাই আমি....।
একদিনের ফোনালাপ শেষে তো পিচ্ছি তার বাবাকে বলছে যে, মুজাহিদ আংকেল ভার্সিটির গেইটে, তিনি যেন গিয়ে নিয়ে আসেন; অথচ আমি ফোন করেছি মদীনা থেকে।
আরেকদিন জিজ্ঞেস করলাম কি করছো তুমি? ও বলে: 'কান ধরে উঠ-বস করছি'। আমি বললাম: এটা আবার কেন? বলে তুমি জানো না, এটা একটা খেলা।
সবচেয়ে মজা পেলাম গতকালের ফোনালাপে, রমাদান মাস তাই সবাই দো'আ করছেন আল্লাহর দরবারে এই বলে যে, হে আল্লাহ্! আমার গোনাহ্গুলো ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর পিচ্ছি ভাস্তেটা বলছে: "আল্লাহ্, আমার গোনাহ্গুলো ডিলিট করে দিন।
" (ক্লোজআপহাসি)
সবাই হেসে অস্থির। প্রযুক্তির যুগের ছেলে-পেলেরা প্রযৌক্তিক ভাষাতেই যেন সবকিছুকে গ্রহণ করছে। অবশ্য একেবারে শিশুকালেও প্রিয় ভাস্তেটাকে কম্পিউটারে বাচ্চাদের অনুষ্ঠানাদি দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়াতে হতো।
তার জন্য অনেক অনেক দো'আ। আল্লাহ্ তার এবং তার ভাই-বোনদের এবং তার পিতা-মাতার মঙ্গল করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।