আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/
আমার প্রথম প্রশ্ন মানুষ কি কোন কিছু নিষিদ্ধ
করে রাখতে পারে?
বিশেষ করে বর্তমান যুগে? আমার মন বলে না।
তবে এক দুই বছরের জন্য হইতে পারে হয়তো।
যুগের জন্য না।
যেমন দেখুন এই ব্লগের অনেক ব্লগার কে
কর্তৃপক্ষে নিষিদ্ধ বা ব্যান করেছে কিন্তু তারা
কি আবার ফিরে আসেনি?
হয়তো একই নামে না ভিন্ন ভিন্ন নামে।
আবার এমন ও হয়েছে কেউ কেউ নিজেই চলে
গিয়েছে ব্লগ ছেড়ে যেখানে তাদের যাওয়ার কথা ছিলো।
এদের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে।
যে কোন ভালো মত বা পথের বিপরিতে খারাপ
মত পথের ঠিকানা থাকবেই সেটাই স্বাভাবিক।
যা আমাদের সৃষ্টির মাঝেই বর্তমান আছে এবং
থাকবে সে দিন পর্যন্ত।
আপনি যদি নিজে কে
ভালো মত বা পথের বিশ্বাসী মনে করেন
তাহলে আপনার পথেই যে ভালো তার প্রমান
মানুষই দিবে। আপনি দেখতে পারবেন সবাই
দেখতে পারবে। এখন কথা হইলো আপনি
এলোমেলো পথের পিছঢালা অংশ আর কাদা
মাটির তৈরি অংশে একই বুদ্ধির গাড়ি চালাবেন!
তার গতি কেমন হবে আর গাড়ি পথের উপর থাকবে?
গত কিছু দিন যাবত নিষিদ্ধ করো নিষিদ্ধ করতে হবে
এমন বাণী শুইনা শুধু হাসি নাই দুঃখে কাদি ও নাই!
মানে ছিলাম আর কি কোন রকম।
এখন সে নিষিদ্ধের তালিকা দিলাম নিচেঃ-
১.বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন নির্বাচন কমিশনের
কাছে জমাতী ইসলাম কে যেন নিবন্ধন করা না হয়!
এত দিন পরে কেন বাঁশি বাজিলো!
সে বাঁশির সুরে কি মুক্তিযুদ্ধের চেতনা ছিলো!
আমার তো মনে হয় না। তাহার ভেতর ছিলো
ক্ষমতার গরম আলু খাওয়ার ধান্দা আর আজকের
সন্ধ্যাকালের মন্দা রাজনীতির তন্দ্রা যাওনের লাইগা?
এই কিছু দিন আগের কথা খালেদা আর নিজামী সরকার থেইকা 'তা' নিয়ে ছিলেন।
বড়ই আজব লাগে মানুষের
নীতি কিভাবে আষড় আর শ্রাবনে ভিন্ন ভিন্ন রুপ নেয়।
তবে হাঁ আমি সেই বঙ্গবীর কে সালাম দিই এবং দিবো।
কেউ যদি ভাবে অন্য কিছু আমার কিছুই করার নাই!
আমার বাপ যদি অন্যায় করে আমি তার বিপক্ষে ,
আবার সে অন্যায়ের শাস্তি ভোগ করার পরে সে
আমার আগের বাবা।
২.প্রথম আলোর আলপিন নামক পিনেরে নিষিদ্ধ
করার জন্য কিছু ইসলামী দলের ইসলাম ছাড়া
রাজনীতির ধান্দাবাজির সৈকালিক প্রমান হইলো
এই আ'কাম। তবে আইন অনুযায় যে
আলপিনের প্রকাশনা চলতো তা কিন্তু না।
তাই আইন অনুযায় তা নিষিদ্ধ হতে পারে।
আবার এর মধ্যে কিছু মুক্তমনা নামের
বন্ধমনার কাম দেখলে মনে হয় এ গুলা ও
এক ধরনের মুক্তমনা নামের বন্ধমনা ভন্ডবাদী।
৩. শিবিরের কিশোর কন্ঠে ও আলপিনের মতো
একই কাম করেছে! এই বিষয় নিয়ে আমাদের
এক ব্লগার ভাই লিখেছেন। শিবিরের কিশোর কন্ঠ
যেন সমান শাস্তি পায় যতটুকু আলপিনে পাবে।
হযরত মোহাম্মদ(সাঃ) কে বা তার নাম কে এই
ভাবে উদ্দেশ্য করে ব্যবহার করা উচিত না।
যে নাম বা ব্যাক্তি কে লক্ষ হাজার
মানুষ ভালোবাসে অন্তত তাদের দিকে চেয়ে
হইলো এই সব নোংরামি করা উচিত না।
ধর্ম কে রাজনীতির সাথে গুলিয়ে
দুই পক্ষই ধান্দা করে শুধু ভিন্ন ভিন্ন নামে এই যা।
যে জন ডান হাত আর বাম হাতের কর্ম গুন বড়ই সাবধানে শুনিবে এবং গাইবে সে জনই ধন্য হইবে জগত মানসে।
৪. আওয়ামী লীগের জিল্লুর রহমান বলেছেন>
জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসাবে
নিবন্ধন ও প্রতীক বরাদ্দ না করার জন্য ১৪ দলের
অন্তর্ভূক্ত বামদলগুলো যে দাবী জানিয়েছে তার সঙ্গে
একমত পোষণ করেছে আওয়ামী লীগ।
"তারা(জামায়াতে ইসলামী) সা�প্রদায়িক রাজনীতিতে
বিশ্বাস করে।
এখন আমার প্রশ্ন হইলো এত দিন পরে কেন স্বরনে
আসিলো আপনার বা দলের তাহাদের রাজনীতি
সাম্প্রদায়িক? কেন আপনারা জামাতের সাথে
আন্দোলন করে ছিলেন? আমের স্বাদ জামে কি
খোজেন নাই? আপনাদের রাজনীতি ক্ষমতার জন্য
মুক্তিযুদ্ধের চেতনার জন্য না! শুধু ঋতুর সাথে কাপড় পরিবর্তনের মতো পরিবর্তন করলেন সে নীতি আর
চেতনা! আর আমরা আপনাদের সে নীতির মধু
গিলতেই থাকবো কিভাবে বুঝিলেন ভাই? দেশ
প্রেমের বুলি আর মুক্তিযুদ্ধের চেতনার ব্যান্ড নেম কি
আপনারা রেজি কইরা নিছেন?
যদি আপনারা সেই রক্ত ভেজা চেতনার পক্ষে গান
গাহিতেন তাহলে বহু আগেই তারা নাই হয়ে যেত
নাই মাছির মতো। কিন্তু তা তো করেন নাই!
আর আজকে নিজেদের দূর্বল রাজনীতির চেতনা
স্বীকার করলেন?
কি এমন ভালোবাসা দিলেন যে মানুষ বহিতে পারে নাই।
নিষিদ্ধ করে কোন কিছুই সাধন করা যায় না!
যদি তা হইতো তাহলে আল্লায় সবার আগে
শয়তানরে নিষিদ্ধ করতো। আর মানুষের নিষিদ্ধের
কথা তো আগেই বলেছি শুধু নাম! নাম দিয়ে কি হবে?
পরিচয় ছাড়া।
***আমি জানি আমাকে অনেকে ভিন্ন ভিন্ন নিকে আইসা
গালির বন্যায় ভাসাইবার চাইবেন।
কি করুম সত্য যে আমি কমু!হেইড়া থামাইয়বার কেউ যে নাই! একমাত্র তিনি ছাড়া......
তাহার কাছেই মাথা নত করি আর কারো কাছে নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।