আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
আরিফুর রহমানের পিতা হয়তো বড় শখ করে তার নাম রেখেছিলেন, আরিফুর রহমান ( আল্লাহর সাথে মিল রেখে, দয়ালু রহমান শব্দের অর্থ অনুযায়ী) কিন্তু তিনি কি জানতেন তার গুনধর এই ছেলে ভবিষ্যতের কুখ্যাত ধর্ম বিকৃতকারী শয়তানের সন্তান হয়ে উঠবে। জন্মকে ব্যর্থ প্রমানিত করে গেয়ে উঠবে বিদেশী কিছূ প্রতারক, ধর্মহীন লোকের অনুসারী হয়ে। বড় লজ্জা এদরে জন্য, দুখ্য হয় এদের প্রভুদের জন্য। এরা ধর্মকে অপমান করেছে কোন দুখ্য নেই, কারন এদের এ ধর্ম ভাল নাও লাগতে পারে। কিন্তু যতক্ষন এ ধর্মের নাম নিয়ে তারা বেচেঁ আছে ততক্ষন তাদের উচিত তাদের ধর্মের সাথে পরিপূর্ন হক আদায় করে চলা। আর যদি তারা এটা না পারে তবে যেন তারা তাদের নাম ও তাদের ধর্ম কে বদলে বিধর্মী হয়ে যায়, তাতে তাদের কথাবার্তা ও কাজ আমাদের আর দুখী ব্যথিত করবে না। তাই দু:খ্য ভারাক্রান্ত মনে আরিফুর রহমান নামী কিছু বেয়াদব ও তাদের প্রভুদের (শয়তান) নিজেদের নতুন কোন ধর্ম ও অথবা নিজেদের নাম পরিবর্তন করে লেখা ও কাজ পরিচালনা করলে, আমরা মনে করব বিধর্মী কেউ, সুইডিশ কেউ এ কাজ করেছে, তাদের কাজ তখন আমাদের আর দু:খ্য, বেদনা দিবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।