আমাদের কথা খুঁজে নিন

   

আমার শততম পোস্ট, আরিফের কার্টুন এবং আমাদের নবী প্রেম



ইচ্ছে ছিল শততম পোস্টটা একটু সময় নিয়ে লিখব। প্রতিটা পোস্ট ই ভাল হওয়া উচিত কিন্তু তারপরেও কেন জানি মনে হলো শততম পোস্টটা একটু যত্ন সহকারে সাপ্তাহিক ছুটির দিনে লিখব। কিন্তু প্রথম আলোতে আরিফের কার্টুন এর প্রতিক্রিয়ায় আমরা আমাদের নবী প্রেম যেভাবে প্রকাশ করছি তাতে বেশ মন খারাপ লাগছে। তাই সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত অপেক্ষা করতে মন সায় দিলনা। প্রথমেই বলে নেয়া দরকার যে শুধু মাত্র একজন ব্যাক্তি হিসাবেও যদি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি তবে হতে পারি উত্তম একজন মানুষ।

কিন্তু আমারা কি তা করি? ধর্ম মানুষের একান্ত বিশ্বাস এবং কোন ধর্মকেই হেয় করা উচিত না কিন্তু যে কার্টুন নিয়ে আরিফ কে গ্রেফতার করা হয়েছে তা সত্যি দুঃখজনক। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমাদের দেশে অনেক নামই শুরু হয় মোহাম্মদ দিয়ে এবং যতদূর মনে হয় তা আমাদের দেশেই বেশি দেখা যায়। ইসলামের জন্মস্থান কিংবা অন্য কোন দেশে তেমনটা দেখা যায়না। তাই দেখা যায় কারো নাম মোহাম্মদ আলী কিন্তু পুরোনো দিনের ভোটে তালিকায় কিংবা শিক্ষক/শিক্ষিকা নামের খাতায় আগেই মোঃ ছেলেদের জন্য আর মোসাঃ মেয়েদের জন্য লিখে রাখায় মোহাম্মদ আলীর নাম হয়ে যায় মোঃ মোহাম্মদ আলী। বিদেশে যেহেতু প্রথম এবং শেষ নামে সবাই পরিচিত তাই দেখা যায় এক পরিবারে চার ভাই এবং বাবার নাম হয়ে যায় মোহাম্মদ রহমান।

সুতরাং এই নাম নিয়ে কোন কৌতুক করা মানেই নবীকে অসম্মান করা যে না তা বোঝার মত বোধ আমাদের থাকা উচিত। ধরে নিলাম আমি আসলেই মনে করেছি ঐ কার্টুনে হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে এবং আমি খবু মর্মাহত। তারে মানে কি ধরা নেয়া উচিত না যে আমি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি এবং তাঁর মত হবার চেষ্টা করি? তার মানে আমি জেনে শুনে অন্যায় করিনা, চুরি করিনা, আমি ব্যাভিচারী নই, আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি ঘুষ খাই না, আমি মিথ্যা বলতে চাইনা, আমি অন্যের উপকার করতে চাই, আমি ধোকাবাজ নই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? মোহাম্মদ নামটি ইসলাম ধর্ম প্রবর্তন হবার আগে থেকেই ছিল। ঐ নামে ভালো লোকও ছিল খারাপ লোকও ছিল এবং এখনও তাই।

আরিফ যদি এই কার্টুন লিখে কোন পাপ করে থাকে আর সরকার যদি সেই পাপের প্রতিবাদ করে থাকে তাঁকে গ্রেফতার করে কিংবা প্রথম আলো যদি তাঁকে বরখাস্ত করে ধর্ম রক্ষা করে থাকে এবং আমরা যদি তা সমর্থন করে থাকি তবে এই বাঙালি জাতির ভাগ্যে আরো দূর্ভোগ আছে। যে নজরুল নবীকে ভালবেসে লিখেছে "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" কিংবা "তোমার বাণীরে করিনি গ্রহন ক্ষমা কর হযরত" সেই নজরুল তার ছেলেদের নামের আগে মোহাম্মদ দেবার প্রয়োজন মনে করেনি। যে নেতা বা প্রশাসক কিংবা সম্পাদক ধর্ম রক্ষার নামে জাতিকে বিভ্রান্ত করছে এখন ভেবে দেখার সময় তাঁরা আসলে কতটা ধর্মপরায়ন। আমি গভীর নিন্দা জানাচ্ছি প্রথম আলো এবং সরকারের আচরনে এবং আশা প্রকাশ করছি আমরা আমাদের নবী প্রেমের বহিঃপ্রকাশ তাঁর আদর্শকে অনুসরন করার মাধ্যমে প্রকাশ করব।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।