আমাদের কথা খুঁজে নিন

   

শততম সুর ঃঃ Somewherein Mon Amour

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ক. সূতোর বাঁধন ছেড়া ঘুড়ির মত মন আমার উড়ে চলেছে সব বাঁধা পেরিয়ে শৈশব, কৈশোর এর সীমানা পেরিয়ে ছুটে চলেছে সেই সাথে ছুটছে এক দূরন্ত যুবক, হারাতে চায়না তার কৈশোর খ. স্বপ্নের কারখানায় যাচ্ছে কমে রসদের সাপ্লাই । প্রাপ্তি যাচ্ছে বেড়ে দিচ্ছি খুবই কম , প্রর্াথনা গুলো হচ্ছে দর্ীঘ, স্বপ্ন গুলো থাকছে না আর হাতের মুঠোয় । অনেক হাবিজাবি লিখে শতক পুরো করে ফেললাম। এসছিলাম হীরক লস্করীয় যুগে, তখন শুধু পড়েছি, কমেন্ট ও করিনি। পোস্ট করা শুরু করলাম ফেব্রুয়ারী মাসের ছয় তারিখ থেকে।

ব্লগের এড্রেস পেয়েছিলাম বিডি রিসর্াচ মেইল গ্রুপ থেকে। ভালা লাগা থেকে, ভালবাসা। বাংলা লিখতে পারবো অনলাইন, এই আনন্দে আত্মহারা হয়ে আইডি নিলাম হযবরল। এখন ছোট-বড় র্নিবিশেষে হয়ে গেছি ' হযু'। দু একটা মনের ভাবনা কবিতার মত চেহারা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে।

আমার জন্য এক অর্নিবচনীয় আনন্দ, নিজেকে কবি ভাবতে পারা। কে কি ভাবলো তার পরোয়া না করে লিখে যাও য়া। র্অধকবি, মগ্ন কবি না কি অ-কবি কোন সংজ্ঞার তোয়াককা না করে, লিখে যাও। ভাপা পিঠের ধোঁয়ার মত উষ্ণ ভালবাসা পেয়েছি এই ব্লগে। তিতা-মিঠার পর্াথক্য না করে সব ভালবাসা কুড়িয়ে নিয়েছি , রেখেছি বুক পকেটের গহিনে।

অজানা অচেনা দীঘির টলটলে জলের মত ব্লগারদের মনে দিয়েছি ডুব সাঁতার, দেখেছি স্বপ্নের কত রুপে , কত মুখোশের আড়ালে থেকেও, চেনা গানের সুরে গেয়ে উঠে। ======================================= 2'সরা, জুলাই 2006 দুপুর 2:03 কলাম্বিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।