কয়েকটি ব্লগের সাথে আমাকে নিয়মিত সময় পার করতে হয়; তবে আমার পথচলা যে ব্লগটিকে সাথে করে সর্বপ্রথম, সেটি আর কোনটিই নয়' সেটি আমার প্রাণের অধিক প্রিয় এই সামু। কাক আর কবিতে নাকি ছেঁয়ে গেছে বাংলা মাতৃকা। অনেক কিছুই লিখতে ইচ্ছে করে লিখিও থোরা মোরা কিন্তু কবিতাতেই ক্যামন যেনো সচ্ছন্দ বোধ করি। আর আমার ব্লগ সারথীরাও আমাকে এ ব্যাপারে সেই প্রথম থেকেই অনেক উৎসাহ দিয়ে আসছেন। আসলে ধন্যবাদ দিলে অনেক কম দেয়া হবে তাদের।
আপনারা ভালো থাকবেন আর আমার জন্য এভাবে দোয়া করবেন। আপনাদের শততম পোষ্ট উৎসর্গ করলাম।
প্রত্যাশা কি তোমার
রক্তের প্রত্যাশা তোমার?
বলো কতটা রক্ত চাই,
বিন্দু থেকে পুরো শরীর!
চেয়ে দেখো না,
ঢেলে দি তাই।
চাওনা কিছু,
প্রত্যাশা কি তোমার?
দিয়ে যদি খুশি করতে পারি,
জুড়োবে অন্তর আমার।
চেয়ে দেখোনা ও বন্ধু,
ও বন্ধু আমার!
আমার কূলে ভাটা পড়ুক বারমাস,
আর তোমার কূলে থাকুক জোয়ার।
চাওয়া পাওয়ার দিন -
কি ফুরিয়ে গেছে?
আধার ঘনিয়ে আসা -
গোধূলি লগ্নের শেষে।
হৃদয় রক্তাক্ত করছে -
কত শত কাঁকড়া বিঁছে,
অধর নীল হয়ে আছে
বেদনার বিষে।
প্রাপ্তির দৈন্যদশায়
সর্বশেষ এই আকুতি,
কিছুতো নাও
অতঃপর মুক্তি।
আমাকে নিয়ে যাবো
না ফেরার দেশে।
তোমার সংসার সুখে থাক
মেঘের ডানায় ভেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।