আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতি বুরাক

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। বিশ্ব-ব্রম্মান্ডের একটি ব্যবসার নাম বলুন - যেখানে উদ্যোক্তার যাতায়াত ব্যবস্থা এক মাসের মাথায় লঞ্চের ডেকে হাফ টিকেট থেকে এক লাফে আকাশপথে উন্নীত হয় | বিজ্ঞ পাঠক ! ঠিকই ধরেছেন, ইহাই ধর্মব্যবসা.... নাস্তিকের বানানো হেলিকাপ্টারে চড়ে ধর্ম গেলো না হেপাজতী হুজুরের!!! তিনি হেলিকাপ্টারে চড়বেন কেনো? হেফাজতে ইসলামের আমীর আহমদ সফি সাহেব আজ বিকাল ৩ টা ০৫ মিনিটে চট্টগ্রাম থেকে উড়ে আসেন বগুড়ায়। কথা হল উড়ে আসলেন কেমনে?? "South East Air Helicopter" এর একটি হেলিকপ্টারে চড়ে উড়ে আসলেন তিনি। এই কোম্পানির মালিক মেজর (অবঃ) মান্না এবং এটি ভাড়া নেয় " ইসলামিক রিসার্চ সেন্টার(IOC)" এর পক্ষে মুফতি নুরুল ইসলাম। ভাড়ার পরিমাণ মাত্র ২,৯০,০০০ টাকা।

। কিন্তু কথা হল "বড় হুজুর" এত টাকা পাইলেন কই?? চট্টগ্রাম থেকে ঢাকা ঘুরলো বিমানে, এখন ঘুরে হেলিকপ্টারে , হঠাৎ করে এই আলাদীনের চেরাগের রহস্য কি ? তার টাকার উৎস কোথায়। । ??? কে প্রদান করছে এই টাকা গুলো। সরকারের কি উচিৎ না তার টাকার উৎস ক্ষতিয়ে দেখা ।

। ?? একের পর এক সমাবেশ আয়োজন করছে, তারপর আবার বিমান হেলিকাপ্টার এ করে সমাবেশে যোগদান, এগুলো কি ভাবায় না সাধারণ মানুষদের কে। !!!?? যেখানে হেফাজতি নেতারাই বলেছে তাদের আয় ইনকাম খুব কম!!! সেখানে তাদের নিতা আবার হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দিচ্ছে!!! তারা কি আলাদীনের জাদুর চেরাক পাইছে ...না আচম্বিত (লোকাল ল্যাঙ্গুয়েজ) কোন গুপ্তধনের সন্ধান পাইছে???? পাবলিক ওয়ান্টেড টু নো হোয়াট ইস দ্য ইনকাম সোরস অফ সূফী ওর হেফাজতে ইসলাম????? * যেখান কওমী মাদরাসা গুলো পরিচালিত হয় আমাদের দান খয়রাতের টাকায় সেখানে হেফাজতীদের এই বিপুল অর্থের উৎস কি ? * সাভারে এত বড় একটি দূর্ঘটনা ঘটে গেল, শফী সাহেব কয় পয়সা দান করেছেন ওখানে ? নেপথ্যে কারা সবাই জানে, তবুও স্মরণ করিয়ে দিলাম পত্রিকা রিপোর্টগুলো দিয়ে। ============ সবাই প্রস্তুতি নেন, জঙ্গি হেফাজতের ঠিকানা, এই বাংলার মাটি না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.