তোমাকে পাইনি চেয়ে , তাই অশ্রু ঝরে ঝরে স্বচ্ছ হয়েছে হৃদয় অকবি হৃদয়ে ফোটেছে কবিতার কলি লুকিয়ে লুকিয়ে লেখা যত্নে তুলে রাখা রাশি রাশি শব্দ-বিন্যাস কাব্যময় অনুভবের নিশব্দ হাহাকার ; ফোঁটা ফোঁটা ঝরে গেছে অপবিত্র ক্লেদ যত দুসহ ভাবনা বিলাপ বেদনার কুয়াশা ধুয়েছে চেতনার বনাঞ্চল <!--break--> মেঘহীন আকাশ স্বচ্ছ সুনীল । তোমাকে না পেয়ে পেয়েছি নতুন জগত একান্ত আপনার পর্বতমালা সারি সারি বৃক্ষরাজি বহতা নদী টলটলে দীঘি কামিনী গোলাপের ঝাড় বিস্তীর্ণ উদ্যানে রঙের বাহারে লাস্যময় কসমস ডালিয়া ; ঝাঁকে ঝাঁকে বাস্তুহারা শীতের পাখিরা বড় আপনার হয়েছে সব । হৃদয় পুড়িয়ে কয়লা করেছ পেয়েছি আমি হীরকের জ্যোতি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।