সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
আজকে হেভি জ্যাম পড়ছে। বিসিএস কম্পিউটার সিটি থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তা এনগেজড। ফার্মগেট পৌঁছাইতে লাগলো মাত্র দুই ঘণ্টা। তবু বেশ ভাল লাগলো।
পৌঁছাইতে তো পারলাম। অনেকে পৌঁছাইতে পারবে বলে মনে হয় না।
বাস ফার্মগেট গেল সোজা সংসদ ভবনের পাশের রাস্তা দিয়া। ফাঁকে বিজয় সরণীটা দেখে নিলাম। গেঁথে আছে একটার সাথে আরেকটা গাড়ি।
আজকেই প্রথম খেয়াল করলাম বিজয় সরণীতে যত গাড়ি তার মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট সাকুল্যে দুই বা তিনটা। বাকীসব প্রাইভেট কার। এইগুলা মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুরের গাড়ি মূলত। এত গাড়ি কিনছে লোকে?
টাকা কই পাইছে?
ফার্মগেট থেকে বেগুনবাড়ির রিকশা নিলাম। পথে পড়ে ট্রাক স্ট্যান্ড।
এই সরকার ক্ষমতা নেয়ার পরপর ট্রাক স্ট্যান্ড সাফ করেছিল। কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে সরকারের রফা হওয়ার বা রফা হওয়ার ভান হওয়ার পর ট্রাকে সয়লাব হয়ে গেছে ট্রাক স্ট্যান্ড। রাস্তা ভরা রঙ বেরঙয়ের ট্রাকে।
কী করি কিছু ছবি তুললাম বসে বসে।
আকাশের ছবি আর রিকশার চাকার ছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।