"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
তোমার কোমল করতলে
বন্ধু, তোমার কোমল করতলে-
আমার ভালবাসার সব ফুল দিলাম তুলে,
তুমি রেখে দিও সযতনে।
ভেবোনা কখনও একা আনমনে,
আমি আসবো ফিরে- বকুলের ছায়াতলে।
তুমি এসে দাঁড়িও সেই বকুল গাছের তলে,
যেমন করে রোজ দাঁড়াতে ফুল নেবে বলে।
জানতে, শিশির ভেজা সব ফুল দেবো তুলে-
তোমারই কোমল করতলে।
তুমি রোজ এসে অভিমানে বলতে-
এমন ফুল দাও কেন শুকায় যা দিন শেষে।
দেবে যদি দাও সে ফুল-
তোমার পরশের সৌরভ যেন থাকে তাতে,
রেখে দেবো যত্ন করে মনের ফুলদানিতে।
পারো কি আমায় দিতে সেই ফুল- সকালে, বিকেলে?
তোমার ভালবাসার ছোঁয়া পাব আমার কোমল করতলে।
সময়ের পালা এবার শেষ, যেতেই হবে আমাকে।
আর যে কিছু নেই, ফুল ছাড়া কী দেবো তোমাকে?
ভালবাসার ফুল তাই রেখে গেলাম- তোমার কোমল করতলে,
আমি আসবো ফিরে, তুমি দাঁড়িয়ে থেকো বকুল গাছটার তলে।
(পুনঃ প্রকাশ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।