আমাদের কথা খুঁজে নিন

   

নাইমুল ইসলাম খানের মন্তব্য প্রতিবেদন: 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দ্বিতীয় চিন্তা' । একজন সম্পাদকের কাণ্ডজ্ঞান

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

নাইমুল ইসলাম খান বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় একটি অনস্বীকার্য নাম । তিনি আলোচিত এবং সমালোচিত তার স্বীয় কর্ম দক্ষতায় । প্রিন্ট মিডিয়ার নতুর তরঙ্গ ও যেমন তিনি শুরু করে আলোচিত হয়েছেন তেমনি বিভিন্ন সময়ে নতুন পত্রিকা নিয়ে হাজির হয়ে পাঠককে চমক দিয়েছেন ।

আবার কিছুদিনের মধ্যেই মালিক পক্ষ এবং সহকর্মীদের সাথে মত পার্থক্যের কারণে সেই পত্রিকা ছেড়েছেন । অনেকদিন পর্দা আড়ালে থাকার পর তিনি বকয়েখ বছর ধরে আবার আলোচনায় এসেছেন সাথে করে নতুনধারার পত্রিকা নিয়ে । তার থেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন তসলিমার ক বইয়ের মাধ্যমে । অবশেষে এবার তিনি নিজেই মালিক পক্ষ এবং সম্পাদক হয়ে ফিরে এসছেন আমাদের সময় নিয়ে । পত্রিকার মূল্য নির্ধারণ কম রেখে তিনি অনেক পাঠকের কাছে পৌছে গেছেন ।

ইদানিং তিনি বোধকরি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সাথে প্রতিযোগিতায় নেমেছেন । না , সার্কুলেশন নিয়ে নয় , কে কত বেশী তৈল মর্দন করতে পারে । এবং এজন্য তিনি নির্লজ্জ ভাবে বর্তমান সেনাশাসিত সরকারের গুনগান করতে করতে এখন জলপাই চোষনে ব্যস্ত । মাঝে মাঝে লেখছেন মন্তব্য কলাম । সম্প্রতি নিজামী বঙ্গবন্ধুকে জাতির জনক বলেছেন আমাদের সময় এ সাক্ষাতকার দেয়ার সময় ।

তাই তিনি তার পত্রিকায় বঙ্গবন্ধুকে নিজামীর জাতির পিতা স্বীকৃতি সংবাদ ছেপে সমালোচিত হয়েছেন । তার প্রতি উত্তরে তিনি রাজাকারের সন্তান হয়েও যুদ্ধাপরাধীদের বিচার চান এমন আগড়ুম-বাগড়ুম লিখেছেন । আজকে তার পত্রিকার সন্তব্য প্রতিবেদন পড়লাম । বিষয়ঃ'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দ্বিতীয় চিন্তা' । পুরো লেখাটির মানে দাড়ায় মিনিংলেস তৈল মর্দন ।

শুরু আর শেষে কোন কিছু ঠিক বুঝে ওঠা গেলনা তিনি কি বলতে চেয়েছেন। ভুল তথ্যে উপর ভিত্তি করে লেখা । এবং শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাঃসম্পাদক এর নামটি ভুল লিখেছেন । আর হ্যাপি কোন ভুল পথে রাস্তা পার হচ্ছিল জানি না । শাহবাগ ক্রসিং এর সঠিক পথ কোন টি ? সব মিলিয়ে আমার বোধগম্য হলো না ।

তার মতোন একজন দায়িত্বশীল সম্পাদকের কাছে এমন মন্তব্য বিষয় বস্তুর সাযুজ্যহীন মন্তব্য প্রতিবেদন তার প্রতি পাঠকের করুণার জন্ম দেয় । যে বিদ্যাপীঠে তিনি পাঠ নিলেন সেই বিদ্যাপীঠের শিক্ষকদের জ্ঞান দেবার আগে তার আরেকবার ভাবা দরকার ছিল তিনি কি বলতে চান ? একজন সাধারণ পাঠক হিসেবে বলব দালালী ছেড়ে তার শুভ বুদ্ধির উদয় হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.