আমাদের কথা খুঁজে নিন

   

যাচ্ছি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

বহু কষ্টের সময়ের রাস্তায় আজ কিছুটা সুস্থির পথে চলছি। পথসাথীদের স্বার্থপরতা,কুটিলচাল সব এর চুড়ান্ত রূপ দেখে একসময় ক্যাম্পাস চেন্জ করে এখন অন্য ক্যাম্পাসে। কিন্তু কপাল এখানে ছিল আরেক জ্বালা। আগের এক হৃদয়কারিনী এখানে আগেই ছিল তো আমার সেকশন ওর সাথেই পরলো।

ফলস্রুতিতে ও সেকশন চেন্জ করলো কিন্তু যাওয়ার আগে ক্লাশের বয়েস/গার্লস সবার কাছে আমারে গাব্বার সিং বানায়া গেলো। তাও ৮মাস আগের কথা। এরমধ্যে অনেক পরিবর্তন হয়েছে পরিবেশের। প্রথম সেমিস্টারে একা সব এসাইনমেন্ট/প্রেজেন্টেসন এর কারিসমা দিয়ে আজ ক্লাশের বেস্ট গ্রুপের মেম্বার ও লীডার। এবং সেই ক্লাশের ৩বছরের পুরানো ২রিপ্রেজেন্টিভ কে মাইনাস২ ফর্মূলায় গায়েব করে আজ আমি একা রিপ্রেজেন্টিভ।

আজ মেজোরেটি স্টুডেন্টগ্রুপ এর উদ্যোগে আমার জন্য পার্টি। যাচ্ছি .........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।