এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
পৃথিবীটা বড় রঙিন
ভাবতো এ কথা খোকন
তাকে নিয়ে কত হাসি আনন্দ
থাকতো ঘিরে যখন
ছোট্ট খোকন বাবা ও মা,
দুপুর রাত্রি সকাল সন্ধ্যা
সুখের সাতকাহন,
ভাবতো এ কথা খোকন। ।
বাবা বেড়তেন সকাল বেলায়
অফিস অভিমুখে
মা-র সারাদিন গুনগুন গাওয়া
ঘরের কাজ আর শুধু পথ চাওয়া,
ফিরবেন বাবা সন্ধ্যে বেলায়
কখন হাসিমুখে,
দুজনার চোখে কত ভালবাসা
দেখতো সবই খোকন,
পৃথিবীটা বড় রঙিন
ভাবতো সে কথা তখন। ।
ছুটির দিনেতে নিকো পার্কতে
কিংবা চিড়িয়াখানায়
সারাদিন শুধু ছুট আর ছুট
ক্যাটবেরী আইসক্রিম ডাল মুট,
খেলা আর খেলা মা-র লিপস্টিক
বাবার সাদাজামায়,
বাবার চওড়া কাঁধেতে আরামে
ঘুমতো সে যখন,
পৃথিবীটা বড় রঙিন
ভাবতো এ কথা তখন। ।
খোকন এখন হোস্টেলে থাকে
রঙিন পৃথিবী কালো,
বাবা করেছেন বিয়ে আবার
মা করছেন লিভ টুগেদার,
খোকন ছাড়া মোটামুটি আর
সবাই রয়েছে ভাল,
দুটো পার যদি এক হতে না চায়
সিঁদুর কি প্রয়োজন,
বিষের প্যাকেট খোকনের হাতে
ভাবছে খোকন যাবে কোন খাতে
অনাহুত হয়ে বেঁচে থাকা নাকি
মৃত্তুর আয়োজন
বিষ হাতে নিয়ে খোকন
ভাবছে এ কথা এখন। ।
-------------------
নচিকেতা.....
খোকন।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।