হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
আমার ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে
রাতের ব্যস্ত নগরী-
চেয়ে চেয়ে দেখি
অবাক কৌতুহলে;
গতিময় ছুটে চলে
নিদারুন কোলাহলে
স্বপ্ন আলিঙ্গনে
সুখের সারথী।
দেখি দু'চোখ ভরে
আলোর ঝলকানি,
আজো টানে
কি এক আকর্ষণে-
কালো কাঁচে ঘেরা
সুবিশাল অট্টালিকা;
মনে হয়- সুখে ছাওয়া
দূরের অমরাবতী।
আজন্ম বেদনাহত
পরের জৌলুসে ঢাকে
আপন দুঃখ-ক্ষত!
রিক্ততা ভুলে গিয়ে-
মন্ত্রমুগ্ধ চোখে
অন্যের ঐশ্বর্যে
খুঁজে পেতে চায়
তার স্বপ্ন আরতি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।