আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের স্বৈরতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য নিয়ে কিছু কথা...

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

এইখানে সম্পূর্ণ যা বলছি তা আমার নিজের ভাবনার আলোকে... যে কোন ভুল নিজ গুনে ক্ষমা করে দিবেন, আশা করি। সবচেয়ে যেই মন্তব্য বেশী পাওয়া গেছে তা হল আমার ছড়ার সব কথা ঠিক নয়। আমিও জানি কিছু আমি শুধু মাত্র ছন্দে মিলা রাখবার জন্য নিজ থেকে যোগ করেছি। তা আপনাদের অবশ্যই বুঝে নেয়া উচিত ছিলো। আমি ছোট হিসেবে যা লিখেছি তাকে গুরুত্ব না দিয়ে গুটি কয়েক লোক বিতর্কের সৃষ্টি করে।

আমার মতে তারা জামাতের চেলা ছাড়া কিছুই না। কারণ জামাত নিয়ে আমার একটা পুস্টে তাদের আঘাত করে কথা বলা হয়েছে। এখন তারা তাই নিয়ে খুবই অপমানিত হয়ে মনে হয় রেগেমেগে এমনটি করছেন। আসল কথায় ফিরে আসি... আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি নিম্নে... ১। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এইখানে এখন বিরাজ করছে স্বৈরতন্ত্র।

যা আমাদের দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে। ২। স্বাধীন হয়েও জনগন এখন প্রায় সরকারের কাছে পরাধীন। যেভাবে সব বিষয়ে সরকার হস্তক্ষেপ করছেন তা পূর্বে কখনো হয় নাই। সংবিধান অনুসারে তা আমাদের মৌলিক অধিকারের কথা অবশ্যই মনে করিয়ে দেয়।

৩। যেই সব সরকার কে শুধুমাত্র হ্যারাস করা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তাদের নামিয়ে নতুন সরকার কি করছে??? তা আপনারাই দেখছেন। ৪। সম্পূর্ণ ষড়যন্ত্র করে আমাদের ঘরোয়া এবং ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এমনকি রাজনৈতিক দল গুলোকে কৌশলে ভেঙ্গে ফেলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে নির্বাচন হবার সম্ভাবনা আস্তে আস্তে বিলুপ্ত প্রায়।

অথচ এই সরকারের মূল দায়িত্ব নির্বাচন করা এইসব দূর্ণীতি দমন নয়। নির্বাচন না হলে কি দাঁড়াবে ভবিষ্যত পরিস্থিতি ভেবে দেখেছেন কি?? আপনি যেইসব সমস্যা বলেছেন তা কম-বেশি সব দেশেই আছে। তা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই... মাথায় রাখুন এইভাবে দেশকে যে কোন এক অজানা শক্তি চর্বন করছে... কেন করছে??? এর জন্য ফলাফল কি দাঁড়াবে আল্টিমেইটলি। মিঃ না,হ... মিঃ সো, বা র কাছে জানতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.