পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
এইটাও অনেক আগের লিখা একখান ছড়া, মনে হয় ভালো হয় নাই।
সারা দিন খাওয়া দাওয়া
আর শুধু ঘুম
পরীক্ষাটা এলেই পড়ে
লাগলো পড়ায় ধুম
এক পরীক্ষা হয় ভালো
তার পরেরটা খারাপ
ঠিক তখনই পড়ার সাগরে
দেই এক ঝাঁপ
আমি তখন শুধু ভাবি
আপদ কবে যাবে?
কখন আমার মায়ের মুখের
একটু রেহাই হবে
এমন করেই চলে যায়
পরীক্ষার দিনগুলি
তখন আমি রেজাল্ট পাবার
দিন গুলোন গুনি
রেজাল্ট যদি খারাপ হয়
খাই কান মলা
কখনও কি যাবে না এই
পরীক্ষাটার জ্বালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।