আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের চরিত্র ধুতরা ফুলের মতো পবিত্র: সূচনা পর্ব

৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না

১৯৪১ সালের ২৬ আগস্ট এই উপমহাদেশের রাজনৈতিক জীবনের একটি কলঙ্কময় দিন। এই দিন জস্ম হয়েছিল কুখ্যাত জামাতের। ১৯৪১ সালের ২৫ থেকে ২৮ আগস্ট লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে গঠিত হয় জামায়াতে ইসলামী হিন্দ। সাইয়েদ আবুল আলা মওদুদীর (১৯০৩-১৯৭৯) হাত ধরে এই দলটির জন্ম এবং তিনিই হন আমির। জামায়াতের জন্ম নিয়ে আছে নানা সন্দেহ।

মূলত এর জš§ ছিল সে সময়ের ব্রিটিশ শাসকদেরই পৃষ্ঠপোষকতায়, তাদের অভিপ্রায়ে। তিরিশের দশকে এই উপমহাদেশে যখন স্বাধীনতার জন্য কংগ্রেস ও মুসলিম লীগ ব্যাপক আন্দোলন শুরু করলে তা ইংরেজ সরকারের জন্য খুব বেশি স্বস্তিদায়ক ছিল না। এই আন্দোলনকে বিভিক্ত করার উদ্দেশ্যেই ইংরেজ শাসকরা হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনকে উতসাহিত করে। আর এই উৎসাহ থেকেই জন্ম জামাতের। তবে মওদুদী আগেও পৃষ্ঠপোষকতা পেয়ে জীবন চালিয়েছেন।

হায়দারাবাদে নিজামের দফতরে কজি করতেন তার বড় ভাই। সেখানে মওদুদীও ছিলেন দীর্ঘদিন। এসময় তার কাজ ছিল ধর্মের ব্যাখ্যায় রাজতন্ত্র যে ভাল সেটাই প্রচার করা। এর পর শুরু হয় তার ব্রিটিশ বন্দনা। তিনি যে কেবল ভারত বা কংগ্রেসের সমালোচনা করেছেন তা নয়, মুসলীম লীগেরও কঠোর সমালোচক ছিলেন।

পাকিস্তান ছিল তার ভাষায় না-পাকিস্তান বা অপবিত্র পাকিস্তান। মূলত মওদুদী তীব্র ভাষায় পাকিস্তান প্রতিষ্ঠার সমালোচনা করে মূলত ব্রিটিশদেরই স্বার্থ উদ্ধার করেছেন। এভাবে যে দলের জন্ম তাদের পরবর্তী জীবন কেমন হবে তা সহজেই অনুমেয়। বলে রাখি জামায়াতে ইসলামি নামটাও ধার করা এবং মওদুদীর অনেক বক্তৃতাও ধার করা। প্রথম মহাযুদ্ধের পর পাক-ভারতের যেসব মুসলমান যুবক ইউরোপে গিয়েছিল তারা নাজিবাদ ও সমাজতন্ত্রের কারণে টিকে থাকতে না পেরে দেশে ফিরে এসেছিলেন।

দিল্লীর আবদুল জব্বার ও আবদুস সাত্তার খায়রী ভ্রাতৃদ্বয় এই সব যুবকদের নিয়ে গঠন করেছিলেন জমাতে ইসলামী নামে একটি পার্টি। মওদুদী এই পার্টির বিভিন্ন সভায় যেতেন। মওদুদী আবার হিটলার ও মুসেলিনিরও ভক্তও ছিলেন। তিনি ১৯৩৪ সালে তরমাজুল কোরআনের ডিসেম্বর সংখ্যায় হিটলারের জার্মানি ও মুসেলিনির প্রশংসা করে অনেক কথাই লিখেছিলেন। আবার মওদুদীর অনেক বক্তব্যই হেজবুল্লাহ পার্টির প্রধান মাওলানা আবুল কালাম আজাদ ও মিসরের ইসলামিক ভ্রাতৃসংঘের প্রতিষ্ঠাতা শেখ হাসান বানার বিভিন্ন রচনার প্রায় হুবহু অনুকরণ।

(তথ্য সূত্র: জামাতে ইসলামির প্রতিষ্ঠা ও মওদুদীর চিন্তা। মওলানা আবদুল আইয়াল, ১৯৬৯, জামাতে ইসলামির ৪৬ বছর, শাহ আহমেদ রেজা ১৯৮৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.