সাম্প্রতিক ঘটনাটিকে কেন্দ্র করে, অদ্যাবধি প্রকাশিত অনেকের অনেক রকম লেখা,মন্ত্যব্য ও লম্ফ-ঝম্প দেখে এক এক সময় একএক রকম অনুভুতি হচ্ছে। কখনো মনে হচ্ছে এনারা ভালই দেশপ্রেমিক? এনারা তো প্রচুর জানেন? এনারা এত্তো বোঝেন, বাব্বা? কোন একটা ঘটনা যেন খালি ঘইটা সারতে পারতেছে না তার আগেই চাবুক চাবুক শব্দ সম্বলিত, চকিত-চমক লাগানো উচ্চ মার্গের যুক্তি-বুদ্ধি সমৃদ্ধ এক একখান বিশ্লেষণ হাজির। বাপ্পরে বাপ কি সচেতন সবাই, কি নীতিবান সবাই, সবাই দেশের জন্য হেভি উতলা!মাই গুডনেস!! কেউ একটু খানি বেচাল কথা কইলেই তার আর রক্ষা নাই বাবা,প্রতিপক্ষ তারে গালি দিতে দিতে মুখে ফেনা তুইলা ফেলতেছে, কেউ আবার বিরক্তি,ঘৃনায় গা রি রি করতে করতে মূর্ছা যাইতেছে!বাপ্পস্ রে!!
ভালই।
দয়াকরে কেউ আমারে ভুল বুঝেন না। আমার এগুলা খুবি ভাল্লাগে।
সময় পাইলেই ব্লগ খুইলা একটার পর একটা পড়তে থাকি,যতক্ষন ধৈর্য্য কুলায় চালাইতে থাকি। খুবই ভাল্লাগে, বিশ্বাস করেন। এত্ত মনো্যোগ দিয়া পড়ি যে মনেকরেন,লেখকের আবেগের সাথে সাথে আমিও আবেগাপ্লুত হয়া মাঝে-মইধ্যে লম্ফ দিয়া উইঠা কাছা মাইরা এক্কাবারে দ্যাশ উদ্ধার কইরা ফালাই, আবার মাঝে মাঝে ছিঃ ছিঃ,রি-রি করতে করতে মূর্ছা যাইয়া হয়তোবা কি-বোর্ডের উরফে হুমরি খাইয়া পড়ি। মাঝে মাঝে দুই একটা মন্তব্য কইরা মোটামুটি নিজের ভিতরে একটা তৃপ্তি-তৃপ্তি, সার্থক-সার্থক ভাব কইরা কিছুক্ষন পায়চারি করি। সে এক বিশাল চার্ম!কিন্তু ভাই রে ...!
জি ভাই এত্ত ভালো কিছুর ভিত্রেও এক হালার পুত “কিন্তু” বইয়া রইছে!
সেই "কিন্তুডা" কি?
সেই কিন্তুডা হইল একটা প্রশ্ন।
সেই প্রশ্নডা কি?
সেই প্রশ্নডা হইল-"আচ্ছা ভাই আপনি আসলে কি চান?"
এই প্রশ্নটা আমার অনেক কেই করতে ইচ্ছা করে। যখন তাদের লেখা পড়ি কিংবা মতামত পড়ি। তাদের সাথে আমি আমার সমস্ত মন-প্রান, সত্ত্বা কিংবা আত্না বা তারো পরে যদি কিছু থাকে তাই দিয়ে যারপর নাই একাত্নতা স্বীকার করে নিয়ে অত্যন্ত মার্জিতভাবে এই প্রশ্নটুকু করতে চাইঃ
কি হলে বা কি করলে আপনার মতে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান হবে বলে মনে হয় ভাই আপনার? আপনি একটু বলেন তো শুনি। আপনার যা মনে আসে বলেন। কি কি স্টেপ নিলে, কার কি করনীয় কিংবা কে কি করলে আপনি এতটা মর্মাহত হবেন না।
বলেন। মনে করেন আপনিই সব। কিংবা এভাবে ও বলা যায় আপনি বরং দেশের জন্য একটা প্লান দেন। মাগার শর্ত আছে।
শর্তটা কি?
শর্ত একটাই-১৯৭১ থেকে ২০০৭ এর বাংলাদেশ।
তবে কিছু ইম্পরটেন্ট বিষয় আপনাকে ভেংগে ভেংগে পয়েন্ট আকারে দিচ্ছি, যাতে আপনি মিস না করেন। এগুলো হবে আপনার সামনে উপাত্ত। এই উপাত্তগুলা মাথায় রাখতে হবে আপনাকে এবং সেগুলোকে দিয়াই আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে একটা সল্যুশন দিবেন। যেটা আপনার মনে হয় যে এটাই হতে পারত দেশের জন্য বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বেস্ট কম্বিনেশন/শ্রেষ্ঠ সল্যুশন। নেনঃ
১।
প্লান করার জন্য আপনাকে যে দেশটা দেয়া হল তার নাম ভাই -বাংলাদেশ (বলা বাহুল্য আপনি যে দেশে বসে আছেন,চোখের সামনে দেখতেছেন)
২। দেশেটাতে আওয়ামীলিগ,বিএনপি,জামাত নামে তিনটি প্রধান রাজনৈতিক দল আছে,(তাদের চরিত্র/ শিক্ষাগত যোগ্যতা/কর্মকান্ড সম্পর্কে আপনকে নতুন করে ব্রিফ করে সময় ক্ষেপন করছি না)
৩। ৯০ থেকে শুরু করে ১৫ বছরের সুমহান গনতান্ত্রিক ব্যাবস্থার ফল স্বরুপ প্রাপ্ত একটা ১১ জানুয়ারী ০৭ দেয়া হল আপনাকে।
৪। একটা সেনাবাহিনী।
সেনাবাহিনীর আচার-আচরন সম্পর্কে আপনার জানা আছে তো!তার আসল কাজ কি,এবং সে কাজ বাদেও তাদেরকে দিয়ে মাঝে মাঝে কি কাজ করানো হয়? যাই হোক সেগুলো আবার বলে আর আপনার জানাটাকে খাট করতে চাই না। বহিঃশত্রু ঠেকানো ছাড়াও এরা দেশের যেকোন দুর্যোগে নিবেদিত প্রান, তবে গুটি কয়েক লোভি সেনাপ্রধানের জন্য তাদের সামগ্রিক মর্যদা কিছুটা ক্ষুন্ন। তবে ৯০ এর পর সে সমভাবনা একেবারেই ছিল না। তারাও নাকি ব্যারাকে থাকতেই ভালোবাসে!
৫। আপনাকে দেওয়া হল অত্যন্ত গৌরবান্বিত একটি অর্থনৈতিক কাঠামো (!),ঘুষখোর একটা পুলিশবাহিনী এবং একটি ঘুষখোর প্রসাশন।
সেই সাথে দিলাম পচে যাওয়া একটা আইন ব্যাবস্থাও।
৬। আরো দিলাম অসহিষনু,চুকলিবাজ,বিশ্বাসঘাতক,অকর্মন্য,আত্নসম্মান বিবর্জিত,হুজুগে মাতাল ষোল কোটি বিয়োগ এক কোটি সমান সমান ১৫ কোটির এক বিশাল জনগোষ্ঠি। এই এক কোটির উপরোক্ত গুনগুলো নেই ধরে নিলাম।
ভাই আপনি এবার মনের সুখে, সময় নিয়ে এই পাজল টা মিলান।
সরি বেশি সময় ও আপনাকে দেওয়া যাচ্ছে না। আপনাকে ১১ জানুয়ারি ০৭ এর সিচুয়েশনে বসে প্ল্যান দিতে হবে। ঠিক আছে? দেখি তো কত ধরনের ঊর্বর মস্তিষ্ক ওয়ালা মানুষ আপনি আর কি প্লান আপনার মাথায় কিলবিল করতেছে, যা কিনা শুধু সরকার প্রধানের চেয়ারটায় না বসতে পারার কারনে বাস্তবায়ন করতে পারছেন না। আর যদি প্লান দিতে না পারেন ভাই প্লীজ,ফাল পারা বন্ধ করেন।
ও আচ্ছা আর একটা জিনিস আপনাকে দিতে ভুলে গেছি ভাই,সেটা হল উপর্যুপরি বিদেশী অপশক্তির বিষাক্ত ষড়যন্ত্র এবং যা আপনার স্নায়ুর ৪ ভাগের ১ ভাগ সবসময়ই দখল করে রাখছে!
নেন শুরু করেন বাংলাদেশ পাজল মি্লানো//
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।