আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় বাংলাদেশঃ

"আমার প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি,আমার প্রিয় জন্মভূমি আমার সোনার দেশ-আমার বাংলাদেশ!" -কথাগুলো বললে যেমন মন ভরে যায়, সারা দেহ-মনে যে শিহরন লাগে, মনে যেন সবুজ অবারিত বিস্তীর্ণ ধানক্ষেতের ঢেউয়ের দোলা লাগার মতো শান্তির ঢেউ খেলে যায়; তেমনি আবার কেউ যদি এদেশ সম্পর্কে, এ দেশের মানুষ সম্পর্কে খারাপ কিছু বলে তখন -মনে যেন কেউ পিচকিরি এক ঝলক কালি ছিটিয়ে দেয়,মনের খুশির সেই বাহাদুরি এক ঝটকায় টেনে নামিয়ে দেয় । এমনি এক পরিস্থিতিতে পড়তে হয়েছিল প্রবাসে একবার। সেখানে সবাই কেমন আঙুল উঁচিয়ে আমাদের দেখিয়ে বলত- এই ওদের দেশের প্রধান দুই দলের নেত্রী এখন কয়েদ খানায়! তখন আমি যে দলের সাপোর্টার-ই হই না কেন, যে দুজন সম্পর্কে বলছে -তারা দুজনি ত আমার দেশের লোক !আমার লোক!এ লজ্জা তো আমার লজ্জা! আর এখন যখন বিদেশীরা শোনে আমার দেশে বিনা কারণে ধর-পাকড় হচ্ছে, আগে মামলা নেই, কিন্তু ধরে নিয়ে গিয়ে পরে মামলা দিয়ে জেল খানায় ভরে রাখছে, ছাড়া পেয়েও আবার জেলখানার গেইট থেকে আবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলের ভিতর! ষড়যন্ত্র করে ভালো মানুষদের জেলখানায় আটকে রাখছে, নিজেদের ইচ্ছামত দিনের পর দিন আটক করে রাখছে! -তখন বিদেশীরা আবার হা হা হা করে হাসতে হাসতে থাকে আর বলে-দেখ, দেখ, এই দেশের মানুষ এতই মূর্খ যে ভালো মানুষ আর খারাপ মানুষ চিনতে পারে না! হা!হা!হা!হা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.