প্রিয় বাংলাদেশঃ স্বপ্ন খোর
১.
'বাংলাদেশ' অশ্রু ভাসা চোখ!
সভ্যতা এসে জড়ায় অরণ্যকে;
মানুষ তবুও কি সাহসে স্বপ্ন দেখে!
২.
চারিদিকে অথৈ পানি
স্বপ্ন - লক্ষিন্দরের ভেলা? ভেসে ভেসে যায়,
আহাজারি ধাবায় বুকে-
কোন সে শক্তি ফের উঠে দাড়ায়!
৩.
বাঙালী স্বয়ম্ভূ না মিরাকল?
টিকে যায় প্রকট খরা অথবা
যত-ই হোক অথৈ জল ..
৪.
আজকাল আমি এত নির্মোহ হেঁটে যাই
অগি্নকুন্ডের দিকে
পরে থাকে স্বপ্ন যে সেজেছে আলতা পাউডারে!
৫.
যে রিক্্সায় আমি গত দুই মাস সময় ঘুরে বেড়িয়েছি, চালকের সাথে আমার যোগাযোগের মাধ্যম ছিল মোবাইল৷ আমি বেশ উপভোগ করেছি৷ চলতে চলতে কোন রিং আসলে রাস্তার পাশে রিক্্রাখানা থামিয়ে কথা বলতো ৷ একটা স্বপ্ন আমাকে আলোড়িত করে; ঘরে ঘরে গরম ভাতের ঘ্রান৷
৬.
শুদ্ধ সব না কি রাজনীতিতে - ধিক্!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।