আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ার ইনের রয়েল বেংগল টাইগার

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

লন্ডনে শুরু হল বিড়ালদের আন্তর্জাতিক মল্লযুদ্ধ। সারা বিশ্বকে অবাক করে সেমিফাইনালে পৌছে গেল বাংলাদেশের বিড়াল। তৃত্বীয় বিশ্বের যে দেশটির মানুষজন দুবেলা খেতে পায়না সেদেশের বিড়াল প্রথম বিশ্বের রথী মহারথীদের হারায় কিভাবে? সবার জন্য আরো চমক অপেক্ষা করছিল। বাংলাদেশের বিড়াল সেমিফাইনালে জাপানকে হারিয়ে পৌছে গেল ফাইনালে। এইবার প্রতিপক্ষ আমেরিকা।

যথারীতি আমেরিকাকেও হারিয়ে চ্যম্পিয়ন হল বাংলাদেশের বিড়াল। বিজয় উতসবের এক ফাকে জাপানের বিড়াল বাংলাদেশের বিড়ালের কাছে এসে চুপি চুপি জিজ্ঞাসা করল ভাই তোমার এই কৃতিত্বের রহস্য কি দয়া করে জানাবে কি। বাংলাদেশের বিড়াল জাপানের বিড়ালকে নির্জনে এনে বলল তুমি যদি গোপন রাখ তাহলে বলতে পারি। জাপানের বিড়াল রাজী হল। আমার গোপন রহস্য এই যে আমি বাংলাদেশের রয়েল বেংগল টাইগার ছিলাম।

না খেতে খেতে আমি বিড়ালের মত হয়ে গেছি। আমার সাইজ এখন এমন হয়েছে যে আমাকে দেখলে সবাই বিড়াল মনে করে। সামহ্যোয়ার ইনে এমন অনেক এক্স রয়েল বেংগল টাইগার আছেন। আমাদের বিড়াল শ্রেনীর ব্লগাররা কখনোই তাদের উপযুক্ত প্রতিপক্ষ নই। রবীন্দ্রনাথের একটি উক্তি দিয়ে শেষ করছি, “প্রতিদিন ছোটদের সাথে হাতাহাতি করিয়া জয়লাভ প্রক্বত জয় নয়, প্রকৃত জয় হল উপরে উঠিতে পারা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.