আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ার ইন ব্লগ এর ঘটে যাওয়া গঠনা নিয়ে আমার মতামত !

আমি একা নই......আরও অনেকে আমার সাথে । গতকাল কে রাতে একটা পোস্ট লিখেছিলাম, পোস্ট শেয়ার দিয়ে লগ আউট করে যখন বের হয়েছি তখন খেয়াল করিনি, যে আজকে ব্লগে এত কিছু ঘটতে যাচ্ছে। তারপর যখন পুনরায় আবার ব্লগে ফিরি তখন রাত বারোটার পরে হবে হয়তো বা। এসে যা দেখলাম যা কল্পনার ও বাহিরে বলা যায়। সামহোয়ার ইন ব্লগের মডারেটর প্যানেলের সাথে এই ব্লগের চিহ্নিত কিছু উগ্র মৌলবাদী ব্লগারের এই আচরণ ছিল অস্বাভাবিক পর্যায়ের।

যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যার প্রসঙ্গ নিয়ে হয়েছিল এই গালি মিশ্রিত আন্দোলন। তার ব্লগ নিক নেইম হলো দাড়িপাল্লা, ব্লগার দারিপাল্লার পোস্ট দেখলাম দেখে মনে হচ্ছিল এই ব্লগার নতুন কোনও কেউ নয়, সে সামহোয়ার ইন ব্লগের পুরাতন ব্লগার। অর্থ্যাত সে যা করে এই পোস্ট দিয়েছে এটা ও অনেক পুরাতন বিষয়। তাহলে প্রশ্ন উঠে হটাত্‍ করে গতকাল কে এমন হলো কেন ? নো মডারেশন ব্লগের অভিজ্ঞতার আলোকে বলছি, নো মডারেশন ব্লগে কোনও আপত্তিকর পোস্ট হলে সাধারনত এর প্রতিবাদ সরূপ পোস্ট দাতার বিরুদ্ধে পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়ে থাকে।

কিন্তু যখন মডারেশন প্যানেলের কাউকে ব্যাক্তি আক্রমণ করে পোস্ট শেয়ার করা হয়ে থাকে তখন এটা কে ভিন্ন খাতে না দেখার কোনও উপায় থাকে না। আমি মোটেই ব্লগার দারিপাল্লার পক্ষ নয়ে বলছি না, বা মডারেশন প্যানেলের পক্ষ নিয়েও বলছি না। আমার বক্তব্য হলো ব্লগের সেই সব ব্লগারের উদ্দেশ্যে যারা গতকাল কে প্রতিবাদ হিসেবে মডারেশন প্যানেল কে ব্যাক্তি আক্রমণ করে পোস্ট দিয়েছে। ব্লগার দারিপাল্লার বিপক্ষে অবস্থান বা ব্যবস্থা নেওয়ার জন্যে ব্লগের মডারেশন প্যানেল কে শালীন ভাষায় পোস্ট লিখে সময় দেওয়া যেত। একটা আল্টিমেটাম দেওয়া যেত কিন্তু তা না করে যেইসব আশালীন ভাষার প্রয়োগ দেখলাম তা সত্যি খুব বেদনাদায়ক বলে মনে হয়েছে।

একটা ব্লগের প্রাণ হলো ব্লগের অধিক সংখ্যক ব্লগার বা পাঠকের উপস্থিতি। যদি ব্লগার বা পাঠকের উপস্থিতি না থাকে তাহলে ব্লগ বা প্রতিষ্ঠানে কোনও মূল্যায়ন থাকে না। তেমনি বাংলা ভাষার এই ব্লগ কিন্তু তার ব্লগার ও পাঠকের মনের ভাষা প্রকাশ করে এই মুহূর্তে খুব জনপ্রিয় জায়গাতে স্থান করে নিয়েছে। যা সত্যি ভার্চুয়াল জগতের অন্যান্য ব্লগের জন্য ইর্স্বনীয় বলা যেতে পারে। আমার দৃষ্টিতে গতকালকের গঠনা ছিল মাত্র একটি উপলক্ষ মাত্র।

এই ব্লগে নিয়মিত ব্লগিং করার নিমিত্তে আমার স্পষ্ট মতামত আমি শেয়ার করছি, যারা গতকালকের এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করি ব্লগে তাদের চিহ্নিত মতাদর্শের অবস্থান রয়েছে। তারা কেউ, উগ্র আস্তিক আবার কেউ কেউ উগ্র নাস্তিক হিসেবে পরিচিত। ব্লগিং এর সুস্থ পরিবেশ নিয়ে এদের কোনও মাথা ব্যাথা নেই, এরা নিয়মিত সহ ব্লগার কে ব্যাক্তি আক্রমণের মাধ্যমে স্লেজিং করে যাচ্ছে, যা ব্লগের পরিবেশ নষ্টের জন্য স্বাভাবিক একটি বিষয় মাত্র। আমি সেই সকল ব্লগারদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, ব্লগার দারিপাল্লার ব্লগিং এর দ্বায় ব্লগ মডারেশন বা ব্লগের হতে যাবে কোন দুক্ষে ? এইখানে মডারেশন কী বলে দিয়েছিল যে ব্লগার দারিপাল্লাকে যে আপনি এই পোস্ট করেন ? যদি উত্তর হয় না তাহলে জানতে চাই, ব্লগ সাইটে গতকালকে এই উগ্রপন্থী নাটক টি মঞ্চস্থ হলো কার ইশারায় ? সম্মানিত ব্লগার দের বলছি, ব্লগ মডারেশন রা ভুল করতে পারে এটা একটি স্বাভাবিক ব্যপার। যেহেতু মানুষ মাত্রই হলো ভুলের জন্মদাতা আর ব্লগের মডারেশন রা যেহেতু মানুষ আর ভুল হওয়াটা অস্বাভাবিক কোনও বিষয়ের মধ্যে পরে বলে মনে করি না।

কিন্তু আপনারা যা করেছেন এইগুলো কী কোনও ভুলের মধ্যে পরে ? মোটেই না আপনারা যা করেছেন তা সম্পূর্ণ ইচ্ছা করে। আর তাই আপনাদের ক্ষমা চাওয়া উচিত মডারেশন প্যানেলের কাছে। সেই সাথে আপনাদের কে মনে রাখতে হবে আমরা সংখ্যায় অনেক আর মডারেশন প্যানেল সংখ্যা কয়েক জন মাত্র। তাদের কাছে আমাদের দ্বাবি জানিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। তাদের সুযোগ দিতে হবে।

যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি সেই ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমাদের উচিত ব্লগ ছেড়ে বিদায় নেওয়া। নিজের চরিত্রের উন্নয়ন না ঘটাতে পারলে দেশের জন্য আমাদের কী করার ক্ষমতা রয়েছে ? ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.