আমরা একই সঙ্গে দালালি এবং মার খেতে পারবো না- বলেছেন দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর বেশ কিছু সংখ্যক তরুণ সাংবাদিক।
বৃহস্পতিবার প্রথম আলোর সেইসব সাংবাদিকরা তাই কাজই করেননি। তারা দালালি করতে চান না। তারা তাদের(আমাদেরও) প্রিয় এক সাংবাদিক ভাইকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে চান। প্রতিবাদে সেদিন তারা কাজ করেননি বলে পত্রিকাটা একটু কাটছাট করে ছোট আকারে বের হয়।
সাবাস, আমরা প্রথম আলোর সেইসব সাংবাদিকদের স্বাগত জানাই। তাদের দ্রোহের স্বর বিদ্রোহে বেজে ওঠুক এই কামনা আমাদের। তোমাদের লাল সালাম।
যে প্রথম আলো এক সময় জনতার কথা বলতো, সে প্রথম আলো এখন কথা বলে সামরিক জান্তা সরকারের (তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের)। কষ্ট হয়।
আসুন তাই ওদের কষ্টে কষ্টিত হই। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিধ্বনিত করি-আমরা একই সঙ্গে দালালি এবং মার খেতে পারবো না।
তোমরা এখন অনেক সচেতন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।