ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । ঝিরঝির বৃষ্টি
ঝাপসা দৃষ্টি
ভিজে মন একাকার
না পেয়ে হাহাকার ।
আহ: কী কষ্ট
জীবনটা ভ্রষ্ট
কিছুকাল আগেও
পথ ছিল পষ্ট ।
পিছুফেরা সুখেরা
কবিতার ফোয়ারা
জেগে থেকে তবু
দিচ্ছে পাহাড়া ।
লেপ্টে শরীরে
ভিজে যাওয়া কাপড়ে
দুঃখ মুছে যায়
মায়ার চাদরে ।
প্রতিটি ক্ষণে
বিষণ্ণ মনে
উহ: কী কথা
ব্যাথার নীরবতা ।
আজি এ বেলায়
এ কোন খেলায়
ব্যস্ত এ শহর
কাঁদছে অঝোর ঝড় ।
কী লাভ তাতে
নিশ্চুপ রাতে
ভাঙ্গে যদি এ মন
আঘাতে আঘাতে ।
যদ্দুর চোখ যায়
আশাহীন এ ধরায়
নির্বাক চারিপাশ
স্যাতস্যাতে এ আকাশ ।
ইচ্ছেরা ভিজে ভিজে
মাঝপথে কী কাজে
ফিরছে নিজবাড়ি
বৃষ্টির সাথে আঁড়ি ।
শালবন সয়ে যায়
বৃষ্টির দমকা
সংসারী বাতায়ন
খুজে ফিরে মওকা ।
পথচারী পথিকের
আছে যত যাতনা
ধুয়ে মুছে ভেসে গেল
পৃথিবী কেদোনা ।
চারিপাশে আছে যত
বিদ্রোহী চেতনা
ধেয়ে আসা বর্ষার
কাছে তো সে কিছুনা ।
বাইরে বৃষ্টি
পড়ছে ঝুপঝাপ
ঘরে বসে চুপচাপ
সারাদিন খুটখাট ।
এ দিনে কিছু নয়
অকারনে পিছু নয়
বৃষ্টি ছেড়ে যাওয়া
বড় এক অপচয় ।
ছবি : সংগৃহীত
ছবিলিংক :
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।