মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত কথিত ঈদ-ঈদে মিলাদুন্নবি এবং কোরআন-হাদিস থেকে ছয়টি প্রশ্নের ছোট ও সরল উত্তর আনাস ইবনে মালিক(রা.) হতে বর্ণিত তিনি বলেন, জাহিলিয়াতের যুগের অধিবাসীদের জন্য প্রত্যেক বছরে দুইটি দিন ছিল যাতে তারা খেল-তামাষা করত। যখন নবী(স.) মদীনায় আসলেন তখন তিনি বললেন, এই দুইটি দিবস কি? তখন তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা সেদিনগুলাতে খেল-তামাশা করতাম। তখন তিনি বললেন, তোমাদের জন্য দুইটি দিন ছিল যাতে তোমরা খেল তামাশা করতে, এখন আল্লাহ তায়ালা তোমাদের জন্য উক্ত দুই দিনের পরিবর্তে তার চেয়ে অধিকতর উত্তম দুইটি দিন নির্দিষ্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা (নাসাই, আহমদ, আবু দাউদ) এই হাদিস থেকে ষ্পষ্ট বুঝা যায়, ইসলামে ঈদ দুইটি। ঈদে মিলাদুন্নবী নামে তৃতীয় কোন ঈদ ইসলামে নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।