আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুর অর্থায়ন ও দাতা সংস্হা

তোমায় দেখলে, ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন.........................।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যয় ১০ হাজার ৭০০ কোটি টাকা ধরে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৪ সালে। ভূমি অধিগ্রহণে ক্ষতিপুরণ বাবদ লাগবে ৪৩২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হবে ৩ হাজার বসতবাড়ি, ২৭৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাস্তুচ্যুত ও ভূমিহারা হবে ৩৯ হাজার লোক, গাছ কাটা পড়বে ৩ লাখ ২৭ হাজার, তবেই নির্মিত হবে স্বপ্নের এই সেতু যা কিনা দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

দাতা সংস্হার মন যোগাতে পরীক্ষিত বন্ধু চীনের লোভনীয় প্রস্তাবও বিবেচনায় নিতে পারছে না সরকার। চীন পদ্মা সেতু প্রকল্পের পুরো অর্থের জোগান দিতে চেয়েছে ১ শতাংশ সুদে। এশীয় উন্নয়ন ব্যাংক বার্ষিক ৬ শতাংশ সুদে, বিশ্বব্যাংক ১ শতাংশ ও জাইকা দশমিক ৭৫ শতাংশ সুদে অর্থায়ন করতে আগ্রহী। চীন মাত্র ১ শতাংশ সুদে অর্থায়ন করতে চাইলেও সরকার এতে খুব বেশি আগ্রহী নয় কারণ এতে এডিবি'র বিরাগভাজন হওয়ার ঝুঁকি থেকে যায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এ ধরনের সমস্যা নতুন নয়।

এ সমস্যা সমাধানে সরকারের কি করা উচিত??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.