১৪ জানুয়ারি, ২০১৩:
# রাশিয়া থেকে আট হাজার কোটি টাকার অস্ত্র কেনার আগে বাংলার মেশিনম্যানদের মেশিনগানগুলো কেটে নেন। তাতে অস্ত্র কিছু কম কিনলেও চলে আর টাকাও বাঁচে।
# # আজ পর্যন্ত আমার থেকে বয়সে ছোট কোনো মেয়েকে 'ভালো লাগার মত' ভালো লাগেনি। জীবনে যত মেয়েকে দেখে ভালো লেগেছে তার প্রায় সবই সিনিয়র আর তা না হলে সমবয়সী। রেশিওটা সিনিয়রের দিকেই বরং বেশি।
কাছের এক বন্ধুকে একদিন সেই ছোটকাল থেকে ভালো লাগা মেয়েদের তালিকা দিচ্ছিলাম। প্রায় প্রত্যেকটা নামের সাথে আপু প্রত্যয় যোগ হচ্ছিলো দেখে এক পর্যায়ে ও জিজ্ঞাসা করে বসলো, 'রণি, তুই সাইকো নাকি?' তড়িঘড়ি করে উত্তর দিলাম, 'আরে নাহ্ִ, ছোটকাল থেকে মা সিনা ফুলায়ে ঘাড় উচু করে হাঁটতে বলতো তো তাই আর নিচের দিকে চোখ যায়নি কোনোদিন'।
১৫ জানুয়ারি, ২০১৩:
# মা কিছুদিন আগে একবার বলেছিলো, 'বাপি, জামাত-শিবির দেখতে পারোনা ভালো কথা। মনে মনে রাখো। ফেসবুক-ব্লগে কিছু লিখতে যেও না'।
কথাটা রাখিনি। জামাত-শিবির, পাকিস্তান এই শব্দগুলো মাথায় রক্ত তুলে দেয়। জানি তেমন কিছুই হয়না এসবে তবু লিখে কিছুটা মানসিক শান্তি পাই।
ব্লগ-ফেসবুকে দেখছি @[100001123116834: আসিফ মহিউদ্দীন] কে জখম করা হয়েছে। ব্যক্তিগত যোগাযোগ না থাকলেও বা নীতিগত বেশ অমিল থাকলেও এই জঘন্য ঘটনা পড়ে সত্যি কিছুটা আতংকিত।
এমনিতে ছোট্ট দেশটার একটা কোনায় বসে ইউটিউব-গুগোলহীন জীবনটা কাটাই একটু লিখে, একটু পড়ে। স্বাধীনভাবে দুটো শব্দ চর্চাই তো করি। সেটাও বাধাগ্রস্থ হলে আসলে সব ছেড়ে ছুড়ে হাঁটা দিতে মন চায়। আসিফ মহিউদ্দীন, আপনার আশু সুস্থতা কামনা করছি।
# পরিচয় ছাড়া, ছবি ছাড়া, ঠিকানা ছাড়া ফেক আইডি খুলে মানবতাবাদ, দেশপ্রেম কত কিছু ক্যেলানো যায় কিন্তু নিজের পরিচয় সহ @[100001123116834: আসিফ মহিউদ্দীন] হয়ে নিজের আইডি থেকে ধর্ম, রাজনীতি নিয়ে দুটো বিরুদ্ধ কথা লিখতে হ্যাডম লাগে।
কপি-পেস্ট বা শেয়ার দিতেও হ্যাডম লাগে। সেকারণেই যাদের ছ' মাস আগে ফেসবুক-ব্লগ আইডি খুলতে দেখেছি তাদের প্রত্যেককেই আসিফ মহিউদ্দীনের সুস্থতা কামনা করে লিখতে দেখছি। রাতের আঁধারে মানুষের ঢাকা মেডিকেলে ছুটে যাওয়ার খবর পাচ্ছি। রাজ জেগে আপডেট করতে দেখছি। কিন্তু নিশ্চিত, আইডি ছাড়া, পরিচয় ছাড়া কোনো মানবতাবাদী, দেশপ্রেমিক উল্লুক-ভাল্লুক-বান্দর-হনুমান মরে পড়ে থাকলেও কিছু চিল-শকুন ছাড়া আর কেউ নোটিফিকেশনটাও পাবে না!
# যে দেশে 'দিগন্ত টিভি', 'Peace টিভি' অবাধে চলে, যে দেশে 'আমার দেশ' পত্রিকার এত ডিমান্ড, সেখানে কোন শালা আশা করে @[100001123116834: আসিফ মহিউদ্দীন] কে নিয়ে ব্রেকিং হবে পত্রিকা-স্যাটেলাইট চ্যানেলে?
১৬ জানুয়ারি, ২০১৩:
# মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে।
তাই দুই হালি স্ট্যাটাস দিয়ে এক প্লেট খিঁচুড়ি রাঁধলাম:
১। মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে। দ্বিতীয় সুন্দর লাগে চাদরে, লাল চাদরে। ব্যক্তিগত অভিমত।
২।
ইদানিং প্রতিটা প্রেম ভালোবাসার স্ট্যাটাসের বিপরীতে একটা দুইটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি। ফেক কি-না চেক করতে গেলেই বিড়াল, ফুল, পুতুল আর তামিল নায়িকাদের ছবি পাচ্ছি। বড়ই সৌন্দর্য!
৩। @[1489399511:Mishal] ভাই ব্যাপক ভ্রমন পিপাসু মানুষ। ল্যাপটপে হাজার হাজার ঘুরে বেড়ানোর ছবি।
একবার জিজ্ঞাসা করেছিলাম, 'ভাই, ক'দিন পর ডাক্তার হয়ে যাবেন। বিয়ে থা করে সংসার সংসার খেলা খেলবেন। যা ঘোরার ঘুরে নেন'। জবাবে বলেছিলো, 'রণি, আমি বিয়ে করার পরেও যা ইনকাম করবো তার একাংশ রেখে দেব ঘুরে বেড়ানোর জন্যে। এখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরি, তখন সাথে তোর ভাবি থাকবে, এই যা'।
ক'দিন ধরে মিশাল ভাইয়ের ভুত চেপে ধরে আছে ঘাড়। বাঁকানো ঘাড় সোজা করতে দিচ্ছে না!
৪। জুকারবার্গের জীবনে চাইনিজ আগ্রাসন হওয়ার পর থেকে টাইম লাইন থেকে পুরানো স্ট্যাটাস হারিয়ে যায়। তাই স্মৃতি রক্ষার্থে ব্লগে স্ট্যাটাস গুলো রাখা শুরু করেছি গত মাস থেকে। বেঁচে থাকলে ৩০/৪০ বছর পর এই স্ট্যাটাসগুলো মাথায় হাজার হাজার স্মৃতি ফ্ল্যাশব্যাক করাবে।
৫। ঘটনা: ১, ঘটনা: ২, ঘটনা: ৩ লিখে কয়েকটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেগুলো পড়ে কদিন আগে চ্যাটে একজন জিজ্ঞাসা করলো, 'ভাই, এত রস কই পান? শীতকালে তো খেজুর গাছ থেকেও আপনার রস বেশি ঝরে। ' লিখলাম, 'এককালে রসময় গুপ্ত শুধু পড়তামই না, রিভিশনও দিতাম। তার অংশ বিশেষ রয়ে গেছে।
তা থেকেই মাঝে মাঝে ঝরে ঝরে পড়ে। '
৬। পাকিস্তানি প্লেয়ারের আধিক্য দেখে BPL থেকে মন উঠে গেছিলো। আজ জানলাম পাকিস্তানি প্লেয়াররা আসছে না। বিপিএল দেখবো তো বটেই উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিরক্তি ধরিয়ে দিবো।
প্রস্তুত হোন, আরামে দাঁড়ান! বাই দ্যা ওয়ে, লোটা আর পাপনের পল্টিবাজি ধরা খাওয়াতে যার পর নাই খুশি।
উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছি। হিন্দি নর্তন-কুর্দন দেখার থেকে ইভা রহমানের গান, এমনকি 'কলিজায় সাউন্ড করছে জঙ্গলের ডাক' টাইপ নাচ-গান হলেও দেখবো। তা না হলে না।
৭।
আমার দু'-একদিন আগের স্ট্যাটাসে @[1566577008:Anup] লিখে গেছে প্রেম না করাতে ওর ছাত্রজীবন নাকি অসম্পূর্ণ। গত পরশু জানলাম কোন বালিকার সাথে নাকি ওর মান-অভিমান খেলা চলছে। সেমি ফাইনাল ম্যাচ। বালিকা ওকে পিঠে খাওয়ানোর জন্য 'খোঁজ দ্যা সার্চ' শুরু করেছে অথচ খেলা চলাকালীন সময়ে অনুপ ফোন বন্ধ করে বসে আছে। ওদিকে বালিকার চোখের জল-নাকের জল এক হওয়ার অবস্থা।
অনুপকে ফোন দিয়ে জিজ্ঞাসাইলাম, 'ঠাকুর ঘরে কে রে?' গায়েবি আওয়াজ এলো, 'আমি পিঠা খাই না। '
৮। গান শুনতে হবে, ফোনে কথা বলতে হবে, ব্লগ-ফেসবুক-পত্রিকা পড়তে হবে, ঘুমাতে হবে। কত্ত কাজ! 'রাত বাড়ছে, হাজার বছরের পুরানো সেই রাত'। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।