গত পরশু মিরপুর ১০ নম্বর থেকে ফেরার পথে দেখি ছোট একটা জটলা। যাবনা যাবনা করেও কাছে গেলাম, দেখি এক ভদ্র লোক, স্বাস্থ ভাল, অল্প বয়স অথচ অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে পাশে। ঘটনা কি জানতে চাইলে পাশে থেকে একজন বলল 'অজ্ঞান পার্টি'! বুঝলাম না 'অজ্ঞান পার্টি' মানে? আর একজন বলল 'অজ্ঞান পার্টি' মানে যারা পথচারিদের নানা উপায়ে অজ্ঞান করে টাকা, মোবাইল এসব ছিনিয়ে নিয়ে যায়। এরমধ্যে নাকি কয়েক জন মারাও গেছে এদের পাল্লায় পড়ে। মনটা খুব খারাপ হয়ে গেল। সাথে কোন ছবি তোলার যন্ত্র ছিল না, না হলে আপনারা দেখতে পারতেন আসলেই কত করুন আর অসহায় ব্যাপারটা।(যা আমি লিখে বোঝাতে পারছি না) কিছুক্ষন পর পুলিশ ওনাকে (অজ্ঞান ব্যক্তি) গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। ফিরে আসলাম নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কি করা যায় বলুন তো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।