আমাদের কথা খুঁজে নিন

   

বিমানে অজ্ঞান আকমল, দেশে তলব

এই অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টির দল থেকে তাকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছিলেন আকমল।
বিমানে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার পর স্থানীয় একটি হাসপাতালে এক রাত কাটাতে হয় তাকে। আকমলের অসুস্থতা সম্পর্কে পিসিবি বিস্তারিত না জানালেও দ্রুত তাকে দেশে ফিরতে বলা হয়েছে।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “তাকে (আকমল) দ্রুত দেশে ডেকে পাঠানো হয়েছে। তাকে পরিপূর্ণ ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ফিটনেস ফিরে পেতে।”
আকমলের পরিবর্তে ইতোমধ্যে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
২৩ অগাস্ট থেকে শুরু জিম্বাবুয়ে সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবে পাকিস্তান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.