আমাদের কথা খুঁজে নিন

   

ডিটেকটিভ গল্প: সেলিব্রিটি প্রবলেমস ১০ (শেষ পর্ব)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

ওয়েইটিং রুমে বসে হাসনাইন টিভি দেখছে আর মিটিমিটি হাসছে। পুলিশ অলরেডী পোস্টমর্টেমের জন্য পিয়াস লাশ নিয়ে গেছে, রেশমার মা এসেছিলেন ভুঁইয়া টাওয়ারে, তিনি পুলিশের সাথে গেছেন ঢাকা মেডিকেলে। রওনক আর সাথের মেয়েটিও চলে গেছে। তানিমকে যেতে দেয়া হয়নি, যেহেতু সে পিয়ার বয়ফ্রেন্ড ছিল, পিয়া সম্পর্কে কিছু তথ্য জানার জন্য, এরকম কথা বলে টাকে রেখে দেয়া হয়েছে। লুৎফা আর আখতারও চলে গেছে, হামিদ সাহেব, টুটুল আর লাবু ভাইকে থাকতে বলা হয়েছে।

গুলশান থানায় জেনারেল ট্রুপ থেকে ২/৩জন পুলিশকে আনানো হচ্ছে গ্রেফতার করার জন্য। রাজু জানে যে একটু আগে জগলুকে নিয়ে হাসনাইন শর্টকাট সিঁড়ি দিয়ে পার্কিং পর্যন্ত গিয়ে দেখে এসেছে যে পাঁচমিনিটে খুন করে ফিরে আসা সম্ভব, বিশেষ করে তারুণ্যের গেস্টরুমটা সেই শর্টকাট সিঁড়ির খুব কাছে যেহেতু, তাই রেশমার জন্য কাজটা আরো সহজ। কিন্তু কথা হলো, এটা তো কোনভাবেই প্রমাণ করেনা রেশমাই খুনটা করেছে। কারণ, রেশমার বিরুদ্ধে মেইন অভিযোগ একটাই, তা হলো সে গেস্টরুমে বসে গান না শুনে অন্য কিছু করেছে। কিন্তু তাতেই সে-ই খুনটা করেছে কিভাবে বলা যায়? অথচ রাজু খুব অবাক হচ্ছে এই দেখে যে, হাসনাইন নিশ্চিন্ত মনে টিভিতে প্রভা রহমানের অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখছে আর মিটিমিটি হাসছে।

রাজু খানিকটা শংকিত হয়, সে ভাবে, 'হাসনাইন ভাই তো আসলেই একটু বোকা বোকা, কি না কি ব্যাড়াছ্যাড়া বাঁধিয়ে ফেলে!' একটু শংকিত চোখেই সে হাসনাইনের দিকে তাকিয়ে থাকে, কারণ হাসনাইন অলরেডী গ্রেফতার করার জন্য ফোর্স পাঠাতে বলেছে। হাসনাইন রাজুর শংকিত চেহারাকে অগ্রাহ্য করে বলে, 'রাজু, আমি আসলেই দেখলাম, এমন কটকটে টিয়া শাড়ীতেও কিন্তু প্রভা রহমানকে ভাল দেখাচ্ছে! নায়িকাও একই কথা বলছিল। নাহ্, শোবিজ লাইনের এদের দেখার চোখ আছে। দেখ, মহিলাকে খারাপ দেখাচ্ছেনা কিন্তু!' রাজুর হতাশা বাড়ে, তাও হাসনাইনকে সে সম্মান করে বলেই মাথা বাঁকিয়ে তাকায়, হুঁ হাঁ করে। 'কি? চমৎকার না?' হাসনাইনের গলা আরো সুখী সুখী হয়ে উঠে।

বাড়তি পুলিশ তিনজন চলে আসলে হাসনাইন তাদের বাইরে রেখে তারুণ্যের অফিসে ঢোকে। হামিদ সাহেবকে বলে রেশমার সাথে স্টুডিওতে বসে কথা বলার অনুমতি নেয়, টুটুলকে বলে আজকের প্রোগ্রামের রেকর্ড করা সিডিটা নিয়ে নেয়। কানে হেডফোন দিয়ে সিডিটাকে ফাস্ট ফরোয়ার্ড করে এ্যাডজাস্ট করে, তারপর রেশমাকে বলে, 'চলুন, আপনার সাথে কিছু কথা আছে। ' 'কেন? একটু আগেই তো আমার জবানবন্দী নিলেন?' রেশমা প্রতিবাদের স্বরে বলে। 'আমাদের যতবার ইচ্ছে জবানবন্দী নেবার অধিকার আছে।

' হাসনাইনের গলা হঠাতই খুব নিষ্ঠুর, দয়ামায়াহীন শোনায়। **************************************** স্টুডিও রুমে ঢুকেই হাসনাইন কোন ভুমিকা ছাড়াই বলল, 'নিজের কাজিন, এতদিন ধরে একসাথে ছিলেন, এই মেয়েটাকে কেন খুন করলেন?' 'আপনি কি যা তা বলছেন? আপনাকে আমি ... আপনার নামে আমি মামলা করব! আপনি আমাকে অযথা অপমান করছেন, সবাই দেখছে। ' রেশমা রাগ আর কান্নামাখা কন্ঠে বলে। হাসনাইন ঠান্ডা গলায় বলে, 'আপনি যদি এমন উত্তেজিতভাবে কথা বলেন তাহলেই সবাই দেখে ভাববে যে আপনাকে আমি সন্দেহ করছি, তা নাহলে কেউ বুঝবেনা, ভাববে জবানবন্দী। সো, ময়াডাম, কুল ডাউন।

' রেশমা থরথর করে কাঁপতে থাকে। তার ধারনা ছিল তাকে কোনভাবেই সাসপেক্ট করবেনা কেউ, এত সহজে শুধু সাসপেক্ট না একেবারে ক্রিমিনাল ভেবে ফেলবে এটা সে কল্পনাও করেনি। হাসনাইন আবার শুরু করে, 'ম্যাডাম, কারণটা বলে ফেলুন, এমনিতে অনেক রাত হয়েছে। আপনি যত তাড়াতাড়ি করবেন, সবার জন্য ততভাল। বাড়ী ফিরতে পারবে।

বাই দ্য ওয়ে, আপনাকে আজ হাজতে যেতে হবে। ' 'আপনার ফাজলামো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, মিঃ হাসনাইন। ' 'কেন? আপনি কি ভাবছেন আমি আন্দাজের উপর এসব ধারনা করছি? শুনুন, খুনটা যে আপনি করেছেন সেবিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই; এখন শুধু জানার বাকী, আপনি কেন করেছেন? হিংসা, লোভ, ঘৃনা নাকি প্রতিশোধের জন্য?' 'আচ্ছা? কেন আপনি গোয়ার্তুমি করছেন? বললাম তো আমি পিয়াকে অনেক আদর করি, আর ঐ লোকটা আমাদের পেছনে অনেকদিন ধরে লেগেছিল, এবং কালাম সাহেবই তো বললেন, অপরাধী হয়ত আমার কার্ডিগান দেখে পিয়াকে ভেবেছে আমি, খুনকরে ফেলেছে। আপনি কেন প্যাঁচাচ্ছেন?' 'কার্ডিগানটা কি আপনিই পিয়ার গায়ে তুলে দেননি? এটা তো আপনারই প্ল্যান ছিল। ' 'হাহ্! আপনার কল্পনাশক্তি দেখে আমি অভিভূত।

আপনি কি আমার এই কার্ডিগান পরানো দেখেই আমাকে সন্দেহ করেছেন?' 'নাহ, মোটেও তা না। আপনাকে গুছিয়ে বলি, একজন আপনাকে ফোনে, চিঠি দিয়ে উত্তক্ত করছে, আর আপনি সেসব দিনতারিখসহ ডায়রীতে টুকে রাখছেন মহা উৎসাহে -- এটা কি একটু অবান্তর ব্যাপার না? আপনি কি দেখাতে পারবেন এর আগেও আপনি ভক্তদের বা বখাটেদের উত্তক্ত করার ইতিহাস ডায়েরীতে টুকে রাখতেন?' 'ওহহো, এই কারণ? হাসনাইন সাহেব, আমার মেমরী খুব শার্প, আমি ডায়েরীতে প্রতিদিন টুকিনি, লোকটা আমাকে উত্তক্ত করা শুরু করার এক সপ্তার মাথায় আমি ঠিক করি যে পুলিশে জানাব, তাই তখন আগের এক সপ্তার সবকিছু ডেটওয়াইজ লিখি। এরপর সময় হয়নি পুলিশে জানানো, কিন্তু ডায়েরীতে লেখা চলেছে। যাস্ট দ্যাট !' 'আই সী, গুড পয়েন্ট!! এখন তাহলে বলুন ব্রেকের পাঁচ মিনিট কি করছিলেন? প্লিজ মিথ্যে কথা বলবেননা! আপনি গানটি শোনেননি?' 'কি বলছেন এসব, আমি গানটি শুনেছি; এটা ঠিক যে আমি পুরো শুনতে পারিনি এবং শেষ লাইনের আগের লাইনে একটা ভুল আমি লিরিক্সে করেছি। আপনি কি সেজন্য ভাবছেন আমি শুনিনি? হি হি হি, এমন ভুল তো হয়ই!' 'সিডিটা আপনার কাছে আছে ম্যাডাম?' হাসনাইন সবজান্তার হাসি দেয়।

'আছে। আমার ব্যাগেই রেখেছি। ' 'বের করে দেখুনতো খুলে। ' হাসনাইন মিটিমিটি হাসে। সিডর বাক্স খুলে রেশমার দুই চোখ আঁধার হয়ে আসে।

সে হতভম্বভাবে বলে, 'এটা কিভাবে সম্ভব!' হাসনাইন ঠোঁটে ক্রুর হাসি ঝুলিয়ে বলে, 'স্যরি ম্যাডাম, ওটা আমার দোষ ছিল। আপনার সিডি দুটো শুনতে গিয়ে আমি পাল্টে রেখেছিলাম, অনেস্টলি বলছি ভুলে। পরে আপনি যখন সিডি নিয়ে বেরিয়ে গেলেন, তারপর মনে পড়ল আমি কি ভুলটা করেছি। কিন্তু আপনি সেটা নিয়ে কিছু বলেননি! তাই আমি ধরে নিয়েছি আপনি গানটা শুনেননি!! কিন্তু আপনি বারবার বলেছেন আপনি গানটি শুনেছেন। এথেকেই প্রমাণিত হয় আপনি মিথ্যা বলছেন, আপনি লুকোচ্ছেন ঐ সময় আপনি কি করছিলেন।

' হাসনাইন দম না নিয়েই কথাগুলো বলে। রেশমার মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে খুব দ্রুত ভাবতে থাকে কি বলা যায়। কিন্তু পরমুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে তারপর বলতে থাকে, 'আচ্ছা এখন আমি আপনাকে যে কথাটা বলব এটা শুধু আপনার আর আমার মধ্যে থাকবে, ওকে? তাহলে বলতে পারি। এটা কি সম্ভব?' 'তদন্ত রিপোর্টে তো যাবেই, তবে সেটা কেউ জানবেনা। ' 'তাহলে বলি শুনুন, আমার মোবাইলটায় আসলে রেডিও ধরা যায়।

আমি সেই সময় টয়লেট থেকে গেস্টরুমে আসার পর ভাবলাম ধুরো গানটা তো অনেকবার গেয়েছি রেকর্ডিংয়ের সময়, এখন বরং রেডিও ধরে প্রভা রহমান কেমন গায় শুনে দেখি। তারপর মোবাইল রেডিও টিউন করে গান প্রভার গানটা শুনলাম। ' বলে রেশমা বেশ কড়া আবেদনময়ী এক হাসি দেয়। 'ওহ, তাই? এটা সবাই জানলে ভাববে আপনি প্রভার ভক্ত, তাই বলতে চাচ্ছিলেননা?' হাসনাইনের গলা কিছুটা আপ্লুত। 'আরে নাহ, ভক্ত না।

একটু চেক করা আর কি! বিট অভ রাইভাল ফিলিংস!! কিন্তু প্রভাকে আমি রাইভাল ভাবি জানলে লোকে আমাকে কি ভাববে?' রেশমার গলা বেশ স্বাভাবিক হয়ে আসে। 'তা ঠিক। তবে আপনি একদম ভাববেননা। প্রভার গানের প্রতিভা আপনার ধারেকাছেও নেই, অনেস্টলি। ' হাসনাইন বলে যায়।

'ওয়াও, হোয়াট আ কমপ্লিমেন্ট, থ্যাংক্যূ, ডিয়ার,' রেশমার মুখে মিষ্টি হাসি। 'কিন্তু সমস্যাটা হলো, ম্যাডাম, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে আর এগুতে পারবেন কিনা?' হাসনাইনের গলা আবারও শীতল হয়ে এল। 'কেন?' রেশমাকে কিছুটা হতভম্ব শোনায়, 'আমার অসুবিধা কি?' 'কারন, এমন পরিকল্পিত খুনের শাস্তি সাধারণত ফাঁসি। আর আপনি সেলিব্রিটি, আপনার ক্ষেত্রে এটা পাবলিক হয়ে যাবে। ' 'আপনি আবারও কি শুরু করলেন!! আমি বললামনা আমি রেডিও শুনছিলাম।

' 'আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি রেডিও শুনছিলেন?' হাসনাইন বলেই মিটিমিটি হাসল। 'কিন্তু আপনিই কি প্রমাণ করতে পারবেন এটা দিয়ে যে ঐ সময় আমি রডিও না শুনে খুন করছিলাম? আমি যাস্ট আমার নতুন গানটা শুনিনি! ব্যাস!! আর তো কিছুনা, আপনি প্যাঁচচ্ছেন কেন?' 'হুমম, তা ঠিক আমি প্রমাণ করতে পারবনা। তবে আপনি মনে হয় প্রমাণ করতে পারবেন যে আপনি ঐ সময় প্রভা রহমানের গান শুনেছিলেন। ' হাসনাইন আবার ক্রুর হাসি ঝোলায়, বলতে থাকে, 'কারণ, আপনাকে যদি আমি বা অন্য কোন ইনভেস্টিগেটর জিজ্ঞেস করে প্রভা ঐ সময়টাতে ঠিক কোন গানটা গাইছিলেন, সেটা বলতে পারলেই তো প্রমাণ হয়, তাইনা? আপনার কি মনে আছে ঐ সময় প্রভা কোন গানটা গাইছিলেন?' রেশমার মুখে বিজয়ীর হাসি, সে কনফিডেন্স নিয়ে বলে, 'অবশ্যই মনে আছে, তখন সে 'ঘুম ঘুম চাঁদ' হারানো দিনের গানটা গাইছিল। কি? এবার খুশী তো?' হাসনাইন চোখ স্বাভাবিক করে জিজ্ঞেস করে, 'গুড! তাহলে তো আপনি পার পেয়ে যাবেন।

তবে অনুষ্ঠানে লুৎফা ম্যাডামকে বলছিলেন, গানের চেয়ে উনার সাজ আপনার বেশী ভাল লেগেছে, তাইনা?' 'নাহ্, সাজ মোটেও ভাল হয়নি; তবে এমন কটকটে টিয়া ড্রেস আর এমন চকমকে সোনালী এক্সেসরীজের পরও তাকে বেশ ভাল লাগছিল। আমি পরলে কল্পনা করুন কেমন দেখাত? উফফ্, হরিবল্! মেয়েটা আসলেই সুন্দর' রেশমা বলে যায়। 'তাই না? টিয়া শাড়ী আর সোনালী চকমকি! আসলেই তো! জঘন্য লাগার কথা। ' 'মিঃ হাসনাইন, ওটা শাড়ী না, ওটা লেহেঙ্গা। আমরা একনজর দেখেই বুঝে ফেলি।

' বলেই রেশমা দুহাতে মুখ ঢেকে ফেলল। তার দুচোখ আতংকিত হয়ে গেছে। হাসনাইন যেন ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল, সেই ক্রুর হাসি, সেই সবজান্তা চেহারা, সেই শীতল গলা সব ফিরে এল, 'এই তো লাইনে এসেছেন। গেস্টরুমে কি টিভি আছে?' 'আছে নিশ্চয়ই, আমি তো সেখানেই দেখলাম। ' 'আপনি না মোবাইলে শুনলেন প্রভার গান? শুনু ম্যাডাম, গেস্টরূমে কোন টিভি নেই, ইনফ্যাক্ট তারুণ্যের অফিসেই টিভি নেই।

টিভি আছে শুধু ওয়েইটিং রুমে। আপনি যখন গেস্টরুমে, আমি তখন ওয়েইটিং রুমে, কালামও ছিল জগলুও ছিল। আপনাকে আমরা কেউই সেখানে আসতে দেখিনি, আপনিও ঐ পাঁচ মিনিট ছাড়া তারুণ্যের অফিস থেকে বেরোননি। রাইট?' রেশমা নিশ্চুপ। হাসনাইন বলে গেল, 'তাহলে আপনি প্রভা রহমানের টিয়া রঙের সাজ দেখলেন কোথায়? আবার শাড়ী না লেহেঙ্গা সেটাও দেখলেন কোথায়? তাও আবার একনজর? রেডিওতে তো তার কটকটে সাজ নিয়ে কিছুই বলেনি, শুধু গান শুনিয়েছে।

' রেশমা করুণ চোখে তাকিয়ে থাকে হাসনাইনের দিকে। কিন্তু তারপরপরই নিজেকে সামলে নিয়ে বলে, 'আমি অনুষ্ঠান শেষ হবার পর একটু আগে ওয়েইটিং রুমে একবার উঁকি দিয়েছিলাম। তখন দেখেছি টিয়া রঙের লেহেঙ্গা। ' তার গলায় শেষ প্রচেষ্টার সুর। 'নাহ, আপনি এখন প্রভা রহমানের পোষাকের রং কিভাবে জানেন সেটা নিয়ে আমি কোন প্রশ্ন তুলিনি।

' হাসনাইনের গলার আত্নবিশ্বাস বেড়ে যায়, সে বলতে থাকে, 'কিন্তু রেডিও অনুষ্ঠান প্রচার হবার সময় আপনি সেটা কিভাবে জানতেন?' হাসনাইনের মিটিমিটি হাসি রেশমার অসহ্য লাগে। সে বিরক্তভাবে বলতে থাকে, 'এমন ইডিয়টের মতো হাসছেন কেন? আমি তো তখন জানতামনা তার ফ্যাশন সম্পর্কে!' হাসনাইন পকেট থেকে একটা সিডি বের করে সেটিকে দেখিয়ে বলতে থাকে, 'লাবু ভাইর কাছ থেকে আজকের অনুষ্ঠানের রেকর্ডেড সিডিটা নিয়েছি; আপনি আর মিস লুৎফা প্রভা রহমানকে নিয়ে কথা বলছিলেন। আপনি কি সেই কথোপকথন শুনবেন? চালু করে শোনাব?' রেশমার হঠাৎ মনে পড়ে যায়, লুৎফা যখন বারবার তার মুখ থেকে প্রভা রহমানের গান কেমন এটা জানতে চাইছিল, তখন সে প্রভার গানের প্রশংসা না করে, রূপের প্রশংসা করেছিল, উৎকট সাজেও যে প্রভাকে সুন্দর লাগে সেকথা বলছিল। তার সারাশরীর হিম হয়ে আসে, এই মুহূর্তে সামনে দাঁড়ানো হাসনাইনকে তার সাক্ষাৎ শয়তান মনে হয়, এই লোকটা সবকিছু মনে রাখে কিভাবে? হাসনাইন নির্বিকারভাবে বলে যেতে থাকে, 'গার্ডম্যানের কাউন্টারের জানালা দিয়ে রুমের অপজিটে থাকা টিভি দেখা যায়, মুসলিম আজ সারা সন্ধ্যাই টিভির দিকে তাকিয়েছিল, ইন ফ্যাক্ট প্রতিদিনই সে তা--ই করে। সে যখন প্রভা রহমানের গান দেখছিল, আপনি তখন তার জানালার পাশ দিয়ে পা টিপে টিপে যাচ্ছিলেন পার্কিংয়ে, টিভিতে গান গাইতে থাকা প্রভা রহমান আপনার চোখে পড়ে যায়।

এছাড়া আর কোন উপায়ে আপনি তাকে দেখবেন,বলুন?' রেশমা মাথা নিচু করে থাকে, হাসনাইন বলে, 'গ্লাভসটা কোথায় রেখেছেন? আমাদের তদন্তের কাজে লাগবে। ' রেশমা নার্ভাসভাবে বলে, 'একটু পরে দিই। ' হঠাৎ রেশমার কাতর চেহারা দেখে হাসনাইনের কষ্ট হয়, এক মুহূর্তের জন্য তার মনে হয় এখনও ব্যাপারটা হাসনাইন নিজে ছাড়া আর কেউ জানেনা। সে চাইলেই মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারে, হয়ত এর বিনিময়ে মেয়েটাকে সে সারাজীবনের জন্য পেয়ে যেতেও পারে। রাজুকে বললেই তো হবে, রেশমা তখন মোবাইলে গান শুনছিল, রাজু তো কটকটে টিয়া শাড়ীর কমেন্টের কথা জানেনা।

হাসনাইনের একটু ভাল লাগতে শুরু করে। পরমুহূর্তেই হাসনাইনের মনটা আবার খারাপ হয়ে যায়, তার এটা স্বপ্ন ছিল! গোয়েন্দা হবে, অন্তত একটা হলেও রহস্যের সমাধান করবে। আজ সে তার স্বপ্নপূরণ করতে পেরেছে, এখন আসামী যত সুন্দরীই হোকনা কেন, আসামীর প্রতি তার আকর্ষণ থাকুক বা না থাকুক, সেই কৈশোর থেকে পেলে আসা স্বপ্নকে তো সে ফেলতে পারবেনা! স্বপ্নের জয় হবে, নাকি আকর্ষণের? হাসনাইন কয়েকমুহুর্ত চিন্তিত থাকে, তারপরই তার মনে হয়, 'স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কিভাবে, স্বপ্ন দেখতে পারে বলেই তো মানুষ আর সবজীবের চেয়ে আলাদা। ' রেশমা কাতরচোখে হাসনাইনের দিকে চেয়ে থাকে, মৃদুস্বরে বলে, 'হাসনাইন সাহেব, একটা কথা বলি?' 'বলুন' 'আপনার নিশচয়ই বন্ধুবান্ধব খুব কম?' হাসনাইন হাসতে হাসতে বলে, 'আপনারও কি তাইনা?' রেশমা হঠাৎ প্রচন্ড আকুতি নিয়ে বলে, 'আমার বন্ধু হবেন? সারাজীবনের জন্য, খুব ভাল বিশ্বস্ত বন্ধু?' হাসনাইন নির্বিকার হয়ে তাকিয়ে থাকে রেশমার দিকে, রূঢ় শীতল গলায় বলে, 'না'। **************************************** রাত সাড়ে বারোটার দিকে রেশমাকে ধরে নিয়ে যায় পুলিশ।

হাসনাইনের আর তর সয়না কখন আগামীকাল সকাল নয়টা বাজবে। জানতে হবে কেন এই ভয়াবহ খুনের পরিকল্পনা করেছে রেশমা? কি দোষ করেছিল পিয়া? পিয়ার মৃত্যুর পর রেশমা যদি ধরা না পড়ত তাতে তার কি লাভ হতো? তার সাথে কি আর কেউ ছিল? তবে সে কাহিনী আজ না, পরে আবার কখনও সময় হলে সে কাহিনী বলব। ## গল্পটি একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে লেখা (সমাপ্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.