আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে বিভ্রান্তির সুযোগ নেই



দি এ টিম এর লেখা একটি পোস্ট পড়ে আজকে কিছু কথা লিখতে চাই: ফিকশনাল সাহিত্য কম' মানেই কিন্তু মিথ্যা। মিথ্যা বলে কেউ রাসুল (সা কে অপমান করতে পারবেনা। আর হযরত মুহাম্মদ (সা এত বড় ব্যাপার যেখানে এইসব রুশদী দের লেখা , দান্তের লেখা কোন ঘটনাই নয়। দান্তের ডিভাইন কমেডী বা রুশদীর স্যাটানিক ভাসে'স আমি পড়িনি, তবে তারা আসলেই ইসলামের কোন ক্ষতি করতে পারেনি। আর আরেকটা কথা, হযরত মহাম্মদ (সা কে আমাদের মত সাধারণ মানুষ ভাবার কোন কারণ নাই, তিনি এই বিশ্বের সব'শ্রেষ্ঠ মানুষ।

তিনি আল্লাহ এর রাসুল, আল্লাহ এর বন্ধু তিনি, সুতারং অন্যান্য মুমিন এবং হযরত মহাম্মদ (সা কে আলাদা ভাবাই উচিত আমাদের। অবশ্যই তিনি আমাদের মত রক্ত মাংসের মানুষ কিন্তু তার অবস্হান অনেক উচুতে। হযরত মুহাম্মদ (সা অনেক গুলি বিয়ে করেছেন, তবে আমি যত দুর জানি, যে এর বেশ অনেক গুলি বিয়ে করেছেন অসহায় নারী কে রখ্খার জন্য অথবা অসহায় নারীকে যাতে মুমিনেরা সঠিক ভাবে সম্মান দেয় তা বুঝাতে, আল্লাহ কুরআনে বলেছেন: "অত:পর যায়েদ যখন জয়নবের সাথে সম্পক' ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবধ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুএরা তাদের স্তিরির সাথে সম্পক' ছিন্ন করলে সেসব নারী কে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোন অসুবিধা না থাকে। " তাছাড়া হযরত মুহাম্মদ (সা কে অনেক বিবাহ করার সুযোগ দেয়ার অন্যতম পরধান কারণ ইসলাম ধম' পরচার করতে যাতে সুবিধা হয়। আর সকল মুমিনদের যদি এই সুযোগ দেয়া হত তাহলে আল্লাহর দুনিয়ায় তারা যে কি করত তা ভাবতেই গায়ে কাটা দেয়, হযরত মুহাম্মদ (সা যে কত আলাদা তা থেকেও বুঝা যায়-একটু চিন্তা করবেন আমি অত ভেংগে লিখলাম না।

হযরত মুহাম্মদ (সা এর বিবিগণ আমাদের মায়ের মতন, তাদেরকে সেভাবে সম্মান করা উচিত আমাদের এবং আমরা করিও। কিছু লোক আছেন যারা কিছু বিষয় নিয়ে অযথাই তক' করেন এবং ইসলাম ও কুরআনের অন্যান্য বিষয় নিয়ে কথা না বলে দুব'লতা খোজার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের হেদায়েত করুক, আপনারা ভালভাবে বুঝতে পারুন সবকিছু সেই দোয়াই করি। তবে আমার ধম' নিয়ে দয়া করে উল্টা পাল্টা কথা লিখে আমি সহ অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দিবেন না এই আশাই করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।