নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
সারা বিশ্বের সপ্তাশ্চর্য বের করার মতা বাংলাদেশের অভ্যন্তরে থাকা ঐতিহাসিক, আধুনিক এবং প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবেশ ও সৌন্দর্যমন্ডিত নিদর্শনগুলিকে বাংলাদেশের সপ্তাশ্চর্য বানাতে bd7wonders নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদের্শনাগুলোকে নিবন্ধন করার মূল উদ্দেশ্যই সাইটটির।
বিষয়টি নির্বাচিত হবে আপনার দেয়া তথ্যের ভিত্তিতে।
৩টি বিভাগে প্রাচীন, আধুনিক এবং প্রাকৃতিক স্থাপত্যকর্ম ও প্রাকৃতিক সৌন্দর্যের আপনার নির্বাচিত তথ্য নিবন্ধন করা হচ্ছে যা পরবর্তীতে বাংলাদেশের সপ্তাশ্চর্য নিধারণ করা হবে।
এই তথ্য সংগ্রহের কাজ ২০জুলাই থেকে শুরু হয়ে আগামী ২০আগষ্ট’০৭ পর্যন্ত চলবে।
আপনার জানা গুরুত্বপূর্ণ ও দেশীয় প্রাচীন, আধুনিক ও প্রাকৃতিক স্থাপনাকে ভোট করার জন্য নীচের সাইটগুলিতে ভিজিট করুন এবং ভোট করুন।
বিডি৭ওয়ান্ডার্স.কম
বিডি৭ওয়ান্ডার্স.নেট
বিডি৭ডব্লিউ.কম
বিডি৭ডব্লিউ.নেট
আপনার পরিচিত, অপিরিচত মন্ডলে সাইটগুলির পরিচিতি বাড়াতে, মেইল করার পাশাপাশি আপনার ইয়াহু গ্রুপেও লিংকগুলো দিতে পারেন, কারণ এ দেশ তো আমার আপনার, দেশের পরিচিত করার দায়িত্ব আমার আপনার আমাদের সবার।
সাহায্যকারী তথ্যসূত্র : প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।