আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঙের ঠ্যাংএর ফ্রাই (বাদলা দিনের রেসিপি ২ )

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

ব্যাঙ এর ঠ্যাং এর ফ্রাই শুইনা ঘ্যাঙর ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ কইরা উইঠেন না । বহুত নাইস জিলিস । একবার খাইলে ঠোঁট মুছবেন । যার গান টানের চর্চা করেন তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় । মাল-মশলা >৪ হালি ব্যাঙের ঠ্যাং >১ কাপ টক দই >১ কাপ ময়দা > আধা চামুচ লবন >কিছু তেল বা বাটারঅয়েল (ফ্রাই করার লাইগা) >কিছু লেটুস পাতা >২ টা লেবু (৪ টুকরা করা) তরিকা: প্রথমেই ঠ্যাং গুলি ২ টুকরা করেন ।

তাজা ঠ্যাং হইলে ফুটন্ত পানিতে ফেইলা ৩ মিনিট সিদ্ধ করেন (৩ ভাগ পানির সাথে ১ ভাগ লেবুর রস) । তারপরে তুইলা শুকায়া ফেইলা টক দইতে ১ ঘন্টা চুবায়া রাখেন । একখান গামলায় ময়দার সাথে লবন মিশায়া ঠ্যাং গুলি ফেলেন । ভাল কইরা নাইড়া চাইড়া দেন যাতে ময়দা ভাল ভাবে মিশ খায় । তারপর তেল এমুনভাবে গরম করেন যাতে ধোঁয়া না বাইরায় ।

কয়েকটা কইরা ময়দা মাখানো ঠ্যাং ছাইড়া দেন যতক্ষন না সোনালী রঙ নেয় (২-৩ মিনিট লাগবো)। তারপর সেগুলিরে টিস্যুর্উপর রাখেন যাতে তেল টাইনা নেয় । লেটুস আর লেবুর লগে সার্ভ করবেন । সাইড ডিশের লগেও দিতে পারেন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।